সংবাদদাতা, জঙ্গিপুর : জাতীয় সড়ক কর্তৃপক্ষের অবহেলায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের অন্যতম লাইফ লাইন ৩৪ নম্বর জাতীয় সড়ক, মুর্শিদাবাদের সুতি-১ ব্লকে আহিরণ ব্রিজের উপর বেশ কিছুটা অংশ বসে যাওয়ায় গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গমুখী লেনটি সম্পূর্ণ বন্ধ। কবে তার ওপর দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে তা জানা নেই কারও। আপাতত একটি লেন দিয়েই যান-চলাচল করছে।
আরও পড়ুন-রেল দুর্ঘটনার জের, বাতিল ১৯ ট্রেন
জাতীয় সড়ক কর্তৃপক্ষ মুর্শিদাবাদ জেলায় ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের সময় বছর দুয়েক আগে সুতির আহিরণে ফিডার ক্যানালের উপর একটি নতুন সেতু তৈরি করে। পুরনো সেতুটিও সংস্কার করা হয়। নতুন ব্রিজ চালু হয়ে যাওয়ার পর জাতীয় সড়কের সেই লেনটি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য ব্যবহার করা হয় এবং পুরনো ব্রিজটি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গমুখী যান চলাচলের কাজে ব্যবহৃত হয়।
দিনপাঁচেক আগে হঠাৎ নতুন ব্রিজের মাঝামাঝি প্রায় ১০ ফুট অংশ বসে যায়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের নতুন ব্রিজের লেন দিয়ে উত্তরবঙ্গমুখী সমস্ত যান চলাচল বন্ধ করে দেয়। কিন্তু সংস্কারের কাজে এখনও হাত দেয়নি। ফলে পুরনো সেতু দিয়ে যান চলাচল করছে। তাতে রোজ যানজট হচ্ছে। গন্তব্যে পৌঁছতে অনেক বেশি সময় লাগছে। অভিযোগ, নিম্ন গুণমানের জিনিস দিয়ে নতুন ব্রিজটি তৈরি হওয়ার কারণেই চালু হওয়ার মাত্র দু বছরের মধ্যেই এই হাল। আহিরণ পুলিশ ফাঁড়ির তরফে পুরনো ব্রিজের উপর প্লাস্টিকের ডিভাইডার বসানো হয়েছে যাতে দুর্ঘটনা না ঘটে।
আরও পড়ুন-বার্বাডোজে ছুটির মুডে বিচ ভলিবল বিরাটদের
তৃণমূল পরিচালিত আহিরণ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা বিবি বলেন, ফিডার ক্যানালের উপর নতুন ব্রিজের উপর দিয়ে চলে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের একটি লেন বন্ধ হয়ে থাকলেও সেটি কেন বন্ধ এবং কবে তার সংস্কার শুরু হবে সে-বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ আমাদের কিছুই জানায়নি। ফলে ওই লেন দিয়ে ফের কবে যান চলাচল শুরু হবে আমার জানা নেই।