প্রতিবেদন : বড়দিনের আগেই শেষ হবে সাঁতরাগাছি সেতু (Santragachi Bridge renovation work) সংস্কারের কাজ। ২৫ ডিসেম্বরের আগে পূর্ত দফতরকে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর স্পষ্ট নির্দেশ, ২৫ ডিসেম্বর থেকে আবার বড়দিন ও বর্ষবরণের উৎসব শুরু হয়ে যাবে। বহু মানুষ এই সময়ে দলবেঁধে পিকনিকে যান। কলকাতা পর্যটন কেন্দ্র। রাজ্যের বহু মানুষ বেড়াতে আসেন এই সময়। সংস্কার করলে যানজটে মানুষ নাজেহাল হবেন। তাই মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ ২৫ ডিসেম্বরের আগেই সেতু সংস্কারের কাজ শেষ করতেই হবে।
আরও পড়ুন-লড়াই বিজেপি-আরএসএসের মধ্যে
মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পেয়ে শুক্রবারেই ইঞ্জিনিয়ারদের সঙ্গে দ্রুত বৈঠকে বসেন পূর্তমন্ত্রী পুলক রায় (Minister Pulak Roy)। তিনি ইঞ্জিনিয়ারদের জানিয়ে দেন পুলিশের সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ শেষ করতে হবে। যদি কোনও সমস্যা হয়, সেই সমস্যা সমাধানে আগামী সোমবার ফের বৈঠকে বসবেন পূর্তমন্ত্রী। সাঁতরাগাছি ব্রিজ দিয়ে প্রতিদিন সত্তর হাজার গাড়ি চলাচল করে। কিন্তু ব্রিজের (Santragachi Bridge renovation work) কলকাতামুখী লেনের এক্সপেনশন জয়েন্টগুলির বেহাল দশা। ১৯ নভেম্বর থেকে মেরামতির কাজ শুরু হয়। সাঁতরাগাজি ব্রিজে এখন ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত গাড়ি চলছে, তা-ও শুধুমাত্র কলকাতা থেকে হাওড়ামুখী লেনে! রাতে পুরোপুরি বন্ধ থাকছে সেতু। শুধু তাই নয়, মেরামতি চলাকালীন ব্রিজে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ৩১ ডিসেম্বর পর্যন্ত সাঁতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণ করার কথা জানানো হয়েছিল।