মুখ্যমন্ত্রীর দেওয়া উপহারের বেনারসি পরে বিয়ের পিঁড়িতে বসবেন মিতা

বেনারসি আর বরের কাপড়ও আশীর্বাদ হিসাবে দিদির থেকেই পেলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।

Must read

সুনীতা সিং, বর্ধমান: মুখ্যমন্ত্রীর নিজের হাতে দেওয়া বেনারসি পরে বিয়ের পিঁড়িতে বসবেন তাঁদের এলাকার বাড়ি বাড়ি মাছ বিক্রি করে টেনেটুনে সংসার চালানো বাপন মাঝির মেয়ে মিতা, বিশ্বাসই করতে পারছেন না মঙ্গলকোটের ঝিলু ২ গ্রাম পঞ্চায়েতের ঠ্যাঙাপাড়ার বাসিন্দারা। বাপন বলেন, দরদি মুখ্যমন্ত্রী শুধু মেয়ের বিয়ের বেনারসিই নয়, পাত্রের ধুতি-পাঞ্জাবিও উপহার দিয়েছেন। মুখ্যমন্ত্রীর মানবিকতায় মিতার পরিবার-সহ গোটা ঠ্যাঙাপাড়া অভিভূত।

আরও পড়ুন-শ্রমশ্রী অ্যাপ চালু, দু’দিনেই আবেদন ৩ হাজার ছাড়াল

বাসিন্দারা জানান, আমাদের গ্রামের মেয়ে মুখ্যমন্ত্রীর থেকে আশীর্বাদ নিয়ে বিয়ে করছে। কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে সবুজসাথীর মাধ্যমে বাংলার সরকার প্রত্যন্ত গ্রামের মেয়েদের জন্য যে কাজ করছে তা অতুলনীয়। ভূভারতে মেয়েদের জন্যে কেউ এতটা ভাবে না। বাপন জানান, মেয়ের বিয়ে ঠিক করার পর রূপশ্রী প্রকল্পের সুবিধে পেতে মাসখানেক আগে আবেদন করেন বিডিও অফিসে। সপ্তাহখানেক আগে বিডিও অফিস থেকে যোগাযোগ করে বর্ধমানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় মিতাকে নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। সেখানেই মঞ্চে ডেকে ‘রূপশ্রী’ প্রকল্পের সাহায্য দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী সরাসরি মিতার হাতে তাঁর উপহার তুলে দেন। মিতার কথায়, জীবনেও ভাবিনি মমতা দিদিকে এত কাছ থেকে দেখতে পাব। তাঁর আশীর্বাদ পাব। বিয়ের আগে এটা আমার বিশেষ বাড়তি পাওনা। মিতার মা কৃষ্ণা বলেন, আমরা গরিব মানুষ। বেনারসিটাও স্বামীকে ধার করেই কিনতে হত। রূপশ্রীর টাকায় বিয়ের খরচের অনেকটা মিটবে। বেনারসি আর বরের কাপড়ও আশীর্বাদ হিসাবে দিদির থেকেই পেলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।

Latest article