বাংলার বাড়ি তৈরিতেও এবার কর্মশ্রীর শ্রমিকরা

চলতি বছরে ৭৫ লক্ষ মানুষকে এই প্রকল্পে কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই প্রকল্পের পুরো খরচ রাজ্য সরকার বহন করবে।

Must read

প্রতিবেদন : কর্মশ্রী প্রকল্পে জবকার্ডধারী শ্রমিকদের বাংলার বাড়ি তৈরির কাজে ব্যবহার করা হবে। ওই প্রকল্পে প্রায় ১২ লক্ষ বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা বণ্টনের কাজ ইতিমধ্যেই শেষ। সেই সব বাড়ি তৈরির কাজে কর্মশ্রী প্রকল্পে নথিভুক্ত শ্রমিকদের কাজে লাগাতে পঞ্চায়েত দফতর নির্দেশ দিয়েছে। প্রতিটি বাড়ি পিছু একজন জবকার্ড হোল্ডারকে শ্রমিক হিসেবে ব্যবহার করা হবে। এর ফলে জবকার্ড হোল্ডাররা বাড়তি উপার্জনও করতে পারবেন। রাজ্যে ১০০ দিনের কাজ বন্ধ থাকায় ওই প্রকল্পে কর্মহীনদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে রাজ্য সরকার চলতি আর্থিক বছরের বাজেটে ৫০ দিনের কাজের প্রকল্প কর্মশ্রী ঘোষণা করেছে। চলতি বছরে ৭৫ লক্ষ মানুষকে এই প্রকল্পে কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই প্রকল্পের পুরো খরচ রাজ্য সরকার বহন করবে।

আরও পড়ুন-মেঘে ঢাকা সুপ্রিয়া

এর আগে পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণের কাজের ক্ষেত্রেও এই জবকার্ড হোল্ডারদের ব্যবহার করা হয়েছিল। এবার তাঁদেরকে নিয়োগ করা হচ্ছে বাংলার বাড়ি তৈরির প্রকল্পে। এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মশ্রী নামক প্রকল্প চালু করেন। মূলত, ১০০ দিনের কাজের যাঁদের জবকার্ড রয়েছে, তাঁরা এই কাজ পাবেন৷ আর এবার এই প্রকল্পের আওতাধীন প্রায় দেড় লক্ষ শ্রমিককে বাংলার বাড়ি তৈরির কাজ দিতে চলেছে রাজ্য সরকার।
১০০ দিনের কাজ প্রকল্পে গত তিনটি আর্থিক বছরে কেন্দ্র বাংলাকে কোনও টাকা দেয়নি। এই অবস্থায় ১০০ দিনের কর্মীদের বকেয়া পরিশোধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে কর্মশ্রী প্রকল্প। যার মাধ্যমে রাজ্যের জবকার্ড হোল্ডারদের ৫০ দিন কাজ নিশ্চিত করেছে রাজ্য সরকার।

Latest article