নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : বিশ্বকাপ জিতে মঙ্গলবার দেশে ফিরলেন শেফালি ভার্মারা। বুধবার আমেদাবাদে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচের আগে বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব ১৯ টি-২০ মহিলা দলকে সংবর্ধনা জানাবে বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ ট্যুইট করে একথা জানিয়েছেন। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং শচীন তেন্ডুলকর। তিনিই শেফালিদের হাতে পুরস্কার তুলে দেবেন। টসের পরেই এই সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে।
আরও পড়ুন-হৃষীকেশের আশ্রমে বিরাট
বিসিসিআই সচিব লিখেছেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারতরত্ন শচীন তেন্ডুলকর ও বিসিসিআইয়ের শীর্ষকর্তারা বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলকে সংবর্ধনা দেবেন। ১ ফেব্রুয়ারি আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৩০ মিনিটে এই সংবর্ধনা দেওয়া হবে।’’
বিশ্বকাপ জয়ের পরেই শুভেচ্ছায় ভাসছেন ভারতীয় মেয়েরা। এখনও পর্যন্ত ভারতের সিনিয়র মেয়েরা বিশ্বকাপ জিততে পারেনি। এই প্রথমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হল। প্রথমবারই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছেন ভারতীয় মেয়েরা।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…