আমেদাবাদ, ২৭ মে : আমেদাবাদে বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভার দিকে নজর ছিল সবার। কিন্তু আইপিএল ফাইনালের আগের দিন শনিবারের বোর্ড-বৈঠকে এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে যেমন সিদ্ধান্ত হয়নি, তেমনই বিশ্বকাপের ভেনু ও সূচিও চূড়ান্ত হয়নি। তবে বিশ্বকাপের আয়োজক কমিটি গঠিত হয়েছে বলে সূত্রের খবর। সেই কমিটিই ওয়ান ডে বিশ্বকাপের ভেনু ও সূচি চূড়ান্ত করবে। জানা গিয়েছে, ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় সাংবাদিক সম্মেলন করে বিশ্বকাপের ভেনু ও সূচির আনুষ্ঠানিক ঘোষণা করবে বিসিসিআই।
আরও পড়ুন-সেরাটাই দেব, ট্রফি নিয়ে ভাবছি না: হার্দিক
এক সিনিয়র বোর্ড কর্তা বলেন, ‘‘এশিয়া কাপ মিটিংয়ের অ্যাজেন্ডায় ছিল না। এসজিএমের পর সচিব জয় শাহর সঙ্গে আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের প্রতিনিধিদের আলোচনা হতে পারে। অথবা রবিবার আইপিএল ফাইনালের দিন হবে আলোচনা।’’ এদিনের বৈঠকে আগামী বছরের মহিলা আইপিএল নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে ২০২৪-এর মার্চের আগেই ডব্লুপিএল শুরু হবে।
আরও পড়ুন-আজ শুরু ফরাসি ওপেন, রাফাহীন প্যারিসে, জকোভিচে নজর
এছাড়াও চলতি বছর ওয়ান ডে বিশ্বকাপের আগে ভারত-আফগানিস্তান সিরিজেও সবুজ সঙ্কেত দিয়েছে বোর্ড। মেয়েদের হেড কোচের নাম শর্টলিস্ট করা হয়েছে। ক্রিকেট পরামর্শদাতা কমিটি ইন্টারভিউয়ের মাধ্যমে কোচ নির্বাচন করবে। সিদ্ধান্ত হয়েছে, ক্রিকেটারদের চোট-আঘাতের মোকাবিলায় প্রতিটি রাজ্য ক্রিকেট সংস্থাকে ক্রীড়া বিজ্ঞান বিশেষজ্ঞ, মেডিসিন টিম রাখতে হবে।