দশমী থেকে শুরু হল হেমতাবাদের চণ্ডীরূপী দুর্গার আরাধনা

মা দুর্গার বিদায়ে বিষাদের সুর সর্বত্র। কিন্তু এই সময়ই দুর্গাপুজোর ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ সংলগ্ন খাদিমপুর গ্রামে।

Must read

অপরাজিতা জোয়ারদার রায়গঞ্জ: মা দুর্গার বিদায়ে বিষাদের সুর সর্বত্র। কিন্তু এই সময়ই দুর্গাপুজোর ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ সংলগ্ন খাদিমপুর গ্রামে। জানা যায়, আনুমানিক ৩০০ বছরের বেশি সময় ধরে মা বলাইচণ্ডী রূপে এখানে দেবী দুর্গার পুজো হয়ে আসছে। দশমীর দিন থেকে গোটা গ্রাম জুড়ে উৎসবের আমেজ। দশমীর দিনেই বলাইচণ্ডীরূপী দুর্গাপুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছেন খাদিমপুর গ্রামের সকলেই।

আরও পড়ুন-খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি অশনি সংকেত অর্থনীতিতে

সপ্তাহ ব্যাপী চলে পুজো, মেলা-সহ বিভিন্ন অনুষ্ঠান। হেমতাবাদের কমলাবাড়ি হাট ছাড়িয়ে দক্ষিণ দিকে প্রায় ১ কিলোমিটার গেলেই এই খাদিমপুর গ্রাম। রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের খাদিমপুর গ্রামে প্রায় চার বিঘা জমির মধ্যে প্রাচীন একটি গাছের তলায় ছোট্ট মন্দিরে দেবী পূজিতা হতেন। এখন সেখানে নির্মিত হয়েছে মন্দির। প্রতি বছরের মতো এবারও দশমীর দিন শনিবার রাতে দেবীর পূজা শুরু হয়েছে। রীতি মেনে আজও খাদিমপুরের এই দুর্গাপুজোয় চলে আসছে বলি প্রথা। পূজার দিন দেবীকে সোনা-রুপোর গয়না দিয়ে সাজানো হয়। দশমীর দিন থেকে এই গ্রামে শুরু হয় মা বালাইচণ্ডীরূপী দুর্গার পুজো। পরিবারের মঙ্গল কামনার জন্য পুজোর দিনে খাদিমপুর গ্রামের প্রতিটি বাড়িতে চলে নিরামিষ খাওয়াদাওয়া। দুর্গার সঙ্গে এখানে মহিষ এবং অসুর থাকে না। এছাড়াও দুর্গার দশ হাতের জায়গায় থাকে চণ্ডীর চার হাত। পুজো দেখতে এই চারদিন দূর-দূরান্তের মানুষ এখানে ভিড় জমান।

Latest article