নিউ ব্যারাকপুরে মন্দিরে চুরি, পুলিশের তৎপরতায় ধৃত মূল অভিযুক্ত

প্রসঙ্গত, রবিবার রাতে বিটি রোডের উপরে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালের সামনেও পর পর বেশ কয়েক রাউন্ড গুলি চলে।

Must read

মন্দিরে চুরি করতে গিয়ে ধরা পড়লেন এক যুবক। আশ্চর্যজনকভাবে সেই সময় তাঁর পরিচিত একজন শূন্যে গুলি চালান। নিউ ব্যারাকপুর (New Barrackpore) থানার অন্তর্গত দক্ষিণ তালবান্দা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। ব্যারাকপুর-২ নম্বর ব্লকের বিলকান্দা-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তালবান্দা এলাকায় একটি কালী মন্দিরে রবিবার গভীর রাতে দুই যুবক চুরি করতে ঢোকেন। মায়ের মূর্তির সোনার জল করা মুকুট চুরি করতে গেলে এলাকার লোকজন তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। একজন পালিয়ে গেলেও ধরা পড়ে যান অন্যজন। তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনার ২৪ ঘন্টা পেরোনোর আগেই রাজ্য পুলিশের তৎপরতায় মূল অভিযুক্ত প্রণব বিশ্বাস ধৃত। তাঁকে আপাতত জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন-কৃষ্ণকলি বসুর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

ব্যারাকপুর-২ পঞ্চায়েত সমিতির বাসিন্দারা জানিয়েছেন, রাত ১টা থেকে ২টোর মধ্যে মন্দিরে চুরি করতে এলে এলাকার লোকজন একজনকে ধরে ফেলে। যে চুরি করেছে, তাকে বলা হয় সঙ্গীদের ডেকে পাঠাতে। ফোন করতেই পাঁচ জন বাইকে চেপে এলেও পরিস্থিতি অনুকূল বুঝে একজন হঠাৎ গুলি চালিয়ে দেন। পালাতে গেলে এলাকার লোকজন পিছু নেয় আর তখন সে আরও এক রাউন্ড গুলিও চালায়। তবে পুলিশের সক্রিয়তায় খুব কম সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।’

আরও পড়ুন-”আমাদের বাংলার মেয়েদের জয়”, অনুপর্ণাকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, রবিবার রাতে বিটি রোডের উপরে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালের সামনেও পর পর বেশ কয়েক রাউন্ড গুলি চলে। তিনজন যুবক শূন্যে গুলি চালান বলে জানা গিয়েছে তবে হাসপাতালের সামনে এমন ঘটনায় হাসপাতালের ভিতরে থাকা রোগী, ডাক্তার, কর্মীরা রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন।

Latest article