ইদে কলকাতায় থাকছে সাড়ে ৩ হাজার পুলিশ

দু’‌দিন পরেই রাজ্যজুড়ে পালিত হবে ইদ–উল–ফিতর (Eid Ul Fitr)। এদিন নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে কলকাতা পুলিশ

Must read

দু’‌দিন পরেই রাজ্যজুড়ে পালিত হবে ইদ–উল–ফিতর (Eid Ul Fitr)। এদিন নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে কলকাতা পুলিশ (Kolkata Police)। যান চলাচল স্বাভাবিক রাখতেই কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। ঠিক এই কারণেই ইদ উপলক্ষ্যে শহরে বাড়তি পুলিশ থাকছে । হাওড়া ও রিষড়ার ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। ইদের দিন কলকাতা শহরে থাকছে সাড়ে ৩ হাজার অতিরিক্ত পুলিশ।

আরও পড়ুন-কাশ্মীরে সেনার ট্রাকে আগুন, জীবন্ত মৃত্যু ৫ জওয়ানের

লালবাজার সূত্রে খবর, ইদের দিন শহরজুড়ে সাড়ে তিন হাজার পুলিশকর্মী থাকবে। ৩৪৬টি পুলিশ পিকেট থাকবে। ৫৬টি মোটরসাইকেল প্যাট্রোলিং বাহিনী অলিগলিতে টহল দেবে। ১৮টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড (এইচআরএফএস) থাকছে। শহরে ৬৭৮টি জায়গায় নামাজের অনুষ্ঠান হবে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ অফিসাররা আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন । রাখা হচ্ছে ৩৬টি মোটরবাইক পেট্রলিং টিম।

আরও পড়ুন-গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো

শুধু তাই নয়, ইদের দিন সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাবে কলকাতা পুলিশের একটি বাহিনী। এদিন ডেপুটি কমিশনার–সহ কলকাতা পুলিশের অন্য পদস্থ অফিসাররা নিজেদের এলাকায় নজরদারি চালাবেন। পিসিআর ভ্যান ও কিউআরটি থাকছে। পার্ক সার্কাস, খিদিরপুর, গার্ডেনরিচ, রেড রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, চিৎপুর, ধর্মতলা–সহ বেশ কিছু এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে পুলিশ। মহিলা পুলিশও থাকবে যথেষ্ট।

আরও পড়ুন-তাপপ্রবাহের মধ্যেই জনসংযোগ যাত্রার কর্মসূচি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এই মর্মে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সন্তোষ পান্ডে জানান, ‘‌ইদকে কেন্দ্র করে বিশেষ পুলিশের ব্যবস্থা করা হয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় নজর রাখার জন্য সাইবার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে কোনওরকম উস্কানিমূলক পোস্ট হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’‌

Latest article