প্রতিবেদন : আসন্ন দুয়ারে সরকার কর্মসূচিতে রাজ্য জুড়ে ২ লক্ষ শিবির আয়োজন করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এর মধ্যে প্রথম ১০ দিনে ৮০ লক্ষ বুথভিত্তিক এবং ২০ হাজার ভ্রাম্যমাণ শিবিরের আয়োজন করতে হবে বলে জানিয়ে সব জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়েছে। শিবির নিয়ে কোনও অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। উল্লেখ্য, আগামী পয়লা এপ্রিল থেকে রাজ্যে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে বলে আগেই জানানো হয়েছে।
আরও পড়ুন-দিনের কবিতা
২০ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি চলবে। এবারে দুয়ারে সরকার পরিচালনার জন্য ৪৪ জন আইএস পদমর্যাদার অফিসার থাকছেন। এ ছাড়াও শিক্ষক-শিক্ষিকাদের এই কাজে লাগানো হবে। কলকাতা পুরসভার অধীন একাধিক স্কুলের শিক্ষকরা এই কাজ করবেন। মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, শিক্ষকরা দুয়ারে সরকারে কাজে যোগ দিলেও পুর-স্কুলে পঠন-পাঠনের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। এবারে দুয়ারে সরকারের উল্লেখযোগ্য দিক হল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মেধাশ্রী, চোখের আলো-সহ মোট ৩৪টি সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে। শনিবার নবান্ন থেকে রাজ্যের সব জেলাশাসককে এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশনামা পাঠিয়ে দিয়েছে।