জাতীয়

আসন নেই, প্রার্থী আছে, অসমের তালিকায় অজস্র ভুল, বিপাকে বিজেপি

গতকাল প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে বিজেপি (BJP)। শুধু তাই নয়, অসমের ১৪টি লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। কিন্তু তাতে প্রচুর ভুল। আসনের কোনও অস্তিত্ব নেই, সেই আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে । বিজেপির প্রার্থীতালিকায় তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত নয় এমন আসনকে সংরক্ষিত বলা হয়। আবার তফসিলি জাতিদের সংরক্ষিত আসনকে সাধারণ আসন বলে চালানো হয়।

আরও পড়ুন-আসানসোল থেকে লড়তে অস্বীকার করলেন পবন সিং, বাংলার জোর, সরব অভিষেক

স্বাভাবিকভাবেই একপ্রকার অসন্তোষের মুখে পড়ে কেন্দ্রের শাসক দল। অসমে বিজেপি ক্ষমতায় আছে আর নিজের নামের ক্ষেত্রে এরকম ভুল করায় বিষয়টি নিয়ে বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে। আপাতত অসমের প্রার্থীতালিকার ভুল সংশোধন করার কাজ করছে বিজেপি। আজ, রবিবার নতুন করে উত্তর-পূর্ব রাজ্যের প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে প্রাথমিকভাবে বিজেপির তরফে যে প্রার্থীতালিকা ঘোষণা করা হয়েছিল,সেটা ২০১৯ সালের লোকসভা আসনের ভিত্তিতে করা হয়েছিল। অসমে এর পরে পুনর্বিন্যাস হয়েছে এবং একাধিক রদবদল হয়েছে, সেটা বিজেপির নজরে আসেনি।

আরও পড়ুন-লখিমপুর খেরিতে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে নিয়ে ক্ষোভপ্রকাশ কৃষকদের

প্রসঙ্গত, শনিবার বিজেপির প্রাথমিক প্রার্থীতালিকায় করিমগঞ্জ আসনকে ‘তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত’ বলা হয়। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৩ সালের ১১ অগস্ট অসমের পুনর্বিন্যাস হয়ে করিমগঞ্জ এখন জেনারেল (সাধারণ) আসন। জেনারেল আসন থেকে ‘তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত’ আসন হয়ে যায় শিলচর। কিন্তু বিজেপি প্রাথমিক প্রার্থীতালিকায় শিলচরকে ‘জেনারেল’ হিসেবে লেখা হয়। তেজপুর বলে অসমে আর কোন আসন নেই। শোনিতপুর আসন আছে। কলিয়াবর এবং মঙ্গলদইয়ের ক্ষেত্রেও একই ভুল হয়। ২০২৩ সালের পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, অসমে এখন ওই দুটি আসনের অস্তিত্ব নেই। এই মুহূর্তে কাজিরাঙা এবং দারাং-উদলগিরি লোকসভা আসন হয়েছে।

 

 

 

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago