ছটপুজো সুষ্ঠভাবে সম্পন্ন করতে পুরসভার একাধিক উদ্যেগ

সোমবার সকাল থেকেই মালদহ শহরের মিশনঘাট, বাবলাঘাট, গুজরঘাট, সেতুঘাট সহ সমস্ত ঘাটেই শ্রমিক লাগিয়ে চলছে ঘাট প্রস্তুতির কাজ।

Must read

সংবাদদাতা, মালদহ : ছটপুজো সুষ্ঠভাবে সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছে ইংরেজবাজার পুরসভা। এনিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। সোমবার সকাল থেকেই মালদহ শহরের মিশনঘাট, বাবলাঘাট, গুজরঘাট, সেতুঘাট সহ সমস্ত ঘাটেই শ্রমিক লাগিয়ে চলছে ঘাট প্রস্তুতির কাজ। সেই কাজ পরিদর্শন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি।

আরও পড়ুন-ঘূর্ণিঝড় ডানার পর পর্যালোচনা বৈঠকে শোভনদেব

ভক্ত ও দর্শনার্থীদের জন্য পানীয় জল,শৌচালয়, চেঞ্জিং রুম-এর ব্যবস্থা করা হচ্ছে। যেন পুণ্যার্থীরা কোন সমস্যায় না পড়েন। সমস্যায় পড়লে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার জন্য খোলা হচ্ছে কন্ট্রোলরুম। পাশাপাশি ছট পুজোকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে পুরাতন মালদহ পুরসভা এলাকার বিভিন্ন ঘাটের পরিকাঠামো পরিদর্শন করেন পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এদিন মঙ্গলবাড়ি স্কুল পাড়া ঘাট, নবাবগঞ্জ ঘাট,দোহর ঘাট ও সদর ঘাটের পরিকাঠামো ও জলের গভীরতা খতিয়ে দেখেন। দুর্ঘটনা এড়াতে পুরসভার পক্ষ থেকে নৌকোর ব্যবস্থা থাকবে। ঘাটগুলিতে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে।

Latest article