‘আরও কিছু পরিকল্পনা আছে, সেগুলি কার্যকর করতে হবে’, জিতেও উন্নতির বার্তা রোহিতের

টি-২০ বিশ্বকাপের আগে ক্রমশ নিজের সেরা ছন্দে ফিরছেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি২০-তে ৬৪ রান করেন ভারত অধিনায়ক

Must read

তরুবা, ৩০ জুলাই : টি-২০ বিশ্বকাপের আগে ক্রমশ নিজের সেরা ছন্দে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma)।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি২০-তে ৬৪ রান করেন ভারত অধিনায়ক। কিন্তু রোহিত জানালেন, প্রথম দশ-এগারো ওভার শেষে তাঁর মনে হয়নি দল ১৯০ রান তুলতে পারবে। তাই সতীর্থদের কৃতিত্ব দিতে ভুললেন না রোহিত। একইসঙ্গে তিনটি জায়গায় উন্নতির কথাও বলেছেন ভারত অধিনায়ক। রোহিতের কথায়, ‘‘এই পিচে শুরুতে শট খেলা খুব সহজ ছিল না। পিচে থিতু হয়ে যাওয়া ব্যাটারদের বড় ইনিংস খেলা প্রয়োজন ছিল। সেটা হয়নি। তবুও আমরা এত রান করতে পেরেছি সেটা প্রশংসার দাবি রাখে। ছেলেরা দারুণ খেলেছে।’’

আরও পড়ুন-চিহ্নিত হবে হাতি করিডর বনে বাড়বে পাহারা চালু হেল্পলাইন, হাতির তাণ্ডব ঠেকাতে ব্যবস্থা

ম্যাচ জিতলেও রোহিত মনে করেন কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে। তিনি বলেন, ‘‘খেলার তিনটি দিক আছে। সেই জায়গাগুলিতে উন্নতি করতে হবে। ভাল শুরু করলে ব্যাটারদের সেটাকে বড় রানে পরিণত করতে হবে। এছাড়াও কিছু পরিকল্পনা আমাদের রয়েছে, সেটা ব্যাট ও বল হাতে কার্যকর করতে হবে। দলের প্রত্যেককে আমরা দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। কিছু জিনিস আমরা করার চেষ্টা করছি। আমার মনে হয়, সেটা ভাল ভাবেই করতে পারছি।’’

Latest article