নতুন রাস্তার উদ্বোধনে গ্রামে পিকনিকের আবহ

কয়েকশো মহিলা শাঁখ বাজিয়ে ফুল ছড়িয়ে বিধায়ককে বরণ করেন। ছিলেন অঞ্চল প্রধান সোমা চট্টোপাধ্যায়, উপপ্রধান শিবুরাম দাঁ প্রমুখ নেতৃত্ব

Must read

সংবাদদাতা, তারকেশ্বর : গোটা গ্রাম জুড়ে যেন হঠাৎ করে লেগেছে উৎসবের ছোঁয়া। গ্রামের প্রতিটা পরিবার শীতের দুপুরে রাস্তার পাশে লাইন দিয়ে বসে দুপুরের খাবার খাচ্ছেন। দেখলে মনে হবে পিকনিক চলছে গোটা গ্রামের মানুষকে নিয়ে। এর কারণ, ৪০ বছর পার করে ভাঙাচোরা জরাজীর্ণ রাস্তা নতুন করে ঝকঝকে, ঢালাই হয়েছে। তারই আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে উৎসবের আমেজে ভাসল চাঁপাডাঙা অঞ্চল এলাকার পায়ড়াডাঙি এলাকা।

আরও পড়ুন-দল বা বিরোধী নেতা-কর্মী, দুর্নীতিতে রেহাই নয় কারও, নতুন তৃণমূল কংগ্রেস

বুধবার তারকেশ্বর বিধানসভার চাঁপাডাঙার ২৬ নম্বর রোড থেকে পায়রাডাঙি কালীতলা পর্যন্ত কংক্রিট রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক রামেন্দু সিংহরায়। কয়েকশো মহিলা শাঁখ বাজিয়ে ফুল ছড়িয়ে বিধায়ককে বরণ করেন। ছিলেন অঞ্চল প্রধান সোমা চট্টোপাধ্যায়, উপপ্রধান শিবুরাম দাঁ প্রমুখ নেতৃত্ব। দীর্ঘ ৭১৫ মিটার রাস্তা গ্রামবাসীদের সঙ্গে হেঁটে গ্রামে পৌছান বিধায়ক। রামেন্দুবাবু বলেন, ‘টিডিএ ফান্ড থেকে ৪৪ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ হয়েছে। বাম আমল থেকে বেহাল দশা ছিল। বিরোধীরা রাস্তা নিয়ে মানুষকে সমানে ভুল বুঝিয়ে ছিলেন। টিডিএ প্রকল্পের সাহায্যে ব্লকের ১৫টি রাস্তা হবে, তার মধ্যে প্রথম উদ্বোধন হল এটির। চাষিদের উৎপাদিত ফসল সহজে বাজারে নিয়ে যাওয়া যাবে। অনেক সুরাহা হবে এলাকার মানুষের।’

Latest article