আমাকে খুনের চক্রান্ত হচ্ছে, আশঙ্কা ইমরান খানের

৯ মার্চ তোষাখানা মামলায় ইমরান আদালতে হাজির হবেন। ওই দিনই ইমরানের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে তাঁর দল তেহরিক -ই-ইনসাফ

Must read

প্রতিবেদন : তাঁকে খুন করার পরিকল্পনা চলছে। যে কোনও সময় তাঁকে খুন করা হতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে শুধু প্রাণহানির আশঙ্কা প্রকাশ করাই নয়, নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠিও দিয়েছেন পিটিআই প্রধান কিং খান।
৯ মার্চ তোষাখানা মামলায় ইমরান আদালতে হাজির হবেন। ওই দিনই ইমরানের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে তাঁর দল তেহরিক -ই-ইনসাফ।

আরও পড়ুন-১৩ নম্বরে বড়া পাও

প্রধান বিচারপতিকে দেওয়া চিঠিতে ইমরান লিখেছেন, আদালতে হাজিরা দিতে গেলে তাঁকে খুন করার চেষ্টা হতে পারে। তাই আদালতে যেন তাঁর জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তিনি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হলেও তাঁর জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি বলে ইমরান অভিযোগ করেন। ইমরান আরও লিখেছেন, তাঁকে খুনের পরিকল্পনায় যুক্ত আছেন দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে যে খুনের পরিকল্পনা করা হচ্ছে এর উপযুক্ত প্রমাণও তাঁর কাছে আছে।

আরও পড়ুন-আত্মঘাতী হামলা

উল্লেখ্য তোষাখানা মামলায় ইমরানকে গ্রেফতার করতে রবিবার তাঁর বাড়িতে হাজির হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। কিন্তু শেষ পর্যন্ত ইমারনের খোঁজ পায়নি পুলিশ। এই ঘটনার পরেই ইমরান নিজের বাড়ি থেকে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তিনি কোনও দিন কারও সামনে মাথা নত করেননি, ভবিষ্যতেও করবেন না। তাই দেশ ছেড়ে পালানোর কোনও ইচ্ছা তাঁর নেই। সরকার মনে করলে তাঁর বিদেশ সফরের উপর নিষেধাজ্ঞা জারি করতেই পারে। একই সঙ্গে ইমরান অভিযোগ করেন, বর্তমান সরকারের একাধিক নেতার বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে বিদেশে। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

আরও পড়ুন-শিকার বন্ধে দু’দিন বন্ধ গরুমারা

তবে ওই বিবৃতির পরে দেশের সমস্ত টেলিভিশন চ্যানেলে ইমরানের ভাষণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তানের টিভি চ্যানেল নিয়ন্ত্রক সংস্থা পেমরা। নিয়ন্ত্রক সমস্ত জানিয়েছে, নিজের ভাষণের মাধ্যমে ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছেন ইমরান। সরকারি পদাধিকারীদের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য দেশের আইনশৃঙ্খলা ব্যাহত করতে পারে। তাই ইমরানের কোনও অনুষ্ঠান সম্প্রচার করলে সংশ্লিষ্ট চ্যানেলের অনুমোদন বাতিল করা হবে।

Latest article