সংবাদদাতা, বারাকপুর : বিজয় মিছিল নয়। বাসিন্দাদের অভিনন্দন জানানোর জন্য হল মৌন মিছিল। জয়ের পর এলাকায় মিছিল করে এমনই মন্তব্য করলেন দুষ্কৃতীদের হাতে খুন হওয়া এলাকায় জনপ্রিয় তৃণমূল নেতা অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। গত ১৩ মার্চ সন্ধ্যায় ৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের অনুপম দত্ত খুন হন। ২৬ জুন পানিহাটি পুরসভার উপনির্বাচনে জয়ী হন দলীয় প্রার্থী তাঁর স্ত্রী মীনাক্ষী দত্ত।
আরও পড়ুন-গঙ্গার পাড়ে চার একরে সৌন্দর্যায়ন
২২৭৩ ভোটে জয়ী হন। বারাকপুর কমিশনারেটের নির্দেশ অনুযায়ী ভোট গণনার পর দু’দিন কোনও বিজয় মিছিল করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছিল। তাই ৩ জুলাই রবিবার পানিহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত প্রার্থী মীনাক্ষী দত্তের তরফে মৌন বিজয় মিছিল আয়োজন করেন তৃণমূল কর্মীরা। এই মিছিল আগরপাড়া স্টেশন রোড থেকে সাউথ স্টেশন রোড হয়ে মাতঙ্গিনী, মহাজাতি নীলগঞ্জ রোডে শিশু উদ্যানের সামনে শেষ হয়। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, অনুপম দত্ত জনপ্রিয় পুরপ্রতিনিধি ছিলেন। তাঁর স্ত্রী জয়ী হয়েছেন। কিন্তু এই জয় নিয়ে উল্লাস আমরা করিনি।