জাতীয়

নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে প্রতিবাদের ঝড় নানা মহলে, সরব চিকিৎসকরাও,সিবিআই তদন্ত দাবি

প্রতিবেদন : মেডিক্যালের স্নাতক পাঠক্রমে ভর্তির পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিটে বেলেগাম দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় দেশের একাধিক রাজ্য। বিরোধী রাজনৈতিক দলগুলি এবিষয়ে কেন্দ্রীয় সরকারের জবাবাদিহি তলব করেছে। বিরোধী নেতাদের বক্তব্য, কেন্দ্রকেই এই অনিয়মের দায় নিতে হবে। রাজনৈতিক সমালোচনার পাশাপাশি এবার নিটে দুর্নীতি নিয়ে অভিযোগ উঠল খোদ চিকিৎসক মহলেই। একাধিক চিকিৎসক সংগঠন বিষয়টি নিয়ে সরব। পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে তাঁর হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে। দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত দাবি করেছে আইএমএ। অনিয়মের সুরাহা না হলে ধর্মঘটেরও হুমকি দেওয়া হয়েছে। এমবিবিএস ও বিডিএসে ভর্তির জন্য সর্বভারতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষা বা নিট আয়োজিত হয়। এই পরীক্ষা নিয়ে থাকে কেন্দ্রীয় স্তরের জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এবছর ৫ মে দেশের ৫৭১টি শহরে নিট পীরক্ষায় বসেন প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী। লোসকভা নির্বাচনের ফলপ্রকাশের দিনই প্রকাশিত হয়েছে এবছরের নিট পরীক্ষার ফল। এনিয়েও সরব বিরোধী দল থেকে একাধিক চিকিৎসক সংগঠন। তাঁদের বক্তব্য, তড়িঘড়ি ভোটের ফলাফলের দিনই নিটের ফলপ্রকাশ হয়েছে, যাতে দুর্নীতির ছবি আড়াল করা যায়। আরও ১০ দিন পরে ফলপ্রকাশের কথা ছিল। লোকসভা ভোটের আড়ালে যাতে নিট-কেলেঙ্কারি ঢাকা পড়ে যায় সে জন্যই লোকসভার ফলপ্রকাশের দিনকে বেছে নেওয়া হয়েছিল। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠার পর এনটিএ-র ভূমিকা এখন আতশকাচের নিচে।

আরও পড়ুন-৪ পণবন্দি মুক্ত, জানাল ইজরায়েল, গাজায় অসংখ্য পড়ুয়ার মৃত্যুতে বিশ্বব্যাপী ক্ষোভ

সর্বভারতীয় স্তরের নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে উচ্চপর্যায়ের বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম। ঘটনাচক্রে এবছরের নিট পরীক্ষায় পূর্ণমান পেয়েছেন একসঙ্গে ৬৭ জন। তার মধ্যে বিজেপি শাসিত হরিয়ানার একটি নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রের ৬ জন সর্বোচ্চ নম্বর প্রাপকের তালিকায় রয়েছেন। চিকিৎসক মহলের বক্তব্য, আগে হাতে গোনা কয়েকজন পূর্ণমান পেতেন। কিন্তু একধাক্কায় ৬৭ জন কীভাবে সর্বোচ্চ নম্বর পেলেন তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। চিকিৎসক সংগঠনগুলির দাবি, কোনওভাবেই এটা হওয়া সম্ভব নয়। কারণ, পরীক্ষার ফরম্যাট অনুযায়ী ১৮০টি প্রশ্ন এবং প্রতি প্রশ্ন পিছু ৪ নম্বর থাকে। উত্তর সঠিক হলে যেমন ৪ নম্বর পাওয়া যায়, উত্তর ভুল হলে কাটা যায় ৫ নম্বর। অর্থাৎ মাত্র একটি উত্তর ভুল হলেই খুব ভাল পরীক্ষা দিয়েও ৭১৫ হয়ে যাবে। সেক্ষেত্রে একসঙ্গে ৬৭ জনের পূর্ণমান পাওয়া নিয়ে সন্দেহ থাকে। এর পাশাপাশি ৫ নম্বর গ্রেস দেওয়া নিয়েও বিতর্ক উঠেছে। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও ছত্তিশগড়ের বেশ কিছু পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেরিতে শুরু হওয়ার অজুহাতে প্রায় ১৫০০ পরীক্ষার্থীকে এই গ্রেস নম্বর দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে, ৫ নম্বর গ্রেস পাওয়ায় প্রায় ৪৪ জন পূর্ণমান পেয়েছেন। কোন নিয়মে এবং ঠিক কত দেরিতে পরীক্ষা শুরু হওয়ায় এই গ্রেস নম্বর দেওয়ায় হল তারও কোনও হিসেব নেই। সব মিলিয়ে এবছরের মেডিক্যাল পড়ুয়াদের নিট পরীক্ষা নিয়ে অভিযোগের বন্যা।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

38 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago