ইডেনে ক্রিকেট আছে, প্রাণ নেই

দীর্ঘ টানাপোড়েনের পর ইডেনে লেজেন্ডস লিগের বোধন হল। আয়োজকরা আইপিএলের আবহে ক্রিকেটকে প্রাধান্য দিলেও সেই প্রাণটা ছিল না।

Must read

চিত্তরঞ্জন খাঁড়া: পুজোর আগেই ইডেন গার্ডেন্সে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চেয়েছিল সিএবি। সামনে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মাদের সীমিত ওভারের সিরিজ। অথচ কলকাতায় নেই কোনও ম্যাচ। বদলে ইডেনে দু’দিনের ক্রিকেট কার্নিভাল অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যাপার। সিএবি কর্তারা মুখে কিছু না বলতে চাইলেও হতাশা গোপন করলেন না।

আরও পড়ুন-বিজেপির লালবাজার অভিযান ফ্লপ শো

দীর্ঘ টানাপোড়েনের পর ইডেনে লেজেন্ডস লিগের বোধন হল। আয়োজকরা আইপিএলের আবহে ক্রিকেটকে প্রাধান্য দিলেও সেই প্রাণটা ছিল না। আসলে নানা জটিলতা কাটিয়ে ইডেন ভাড়া দিয়ে ম্যাচ আয়োজনের অনুমতি দিলেও কিছু বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়েছিল সিএবি। চারটি ব্লক এবং ক্লাব হাউস মিলিয়ে ১২ হাজারের মতো টিকিট বিক্রি হয়েছিল। হোক না, অবসরের গ্রহে চলে যাওয়া প্রাক্তন তারকাদের দ্বৈরথ! তবু বীরেন্দ্র শেহবাগ, হরভজন সিং, মুথাইয়া মুরলীধরন, জাক কালিসদের খেলা ফের মাঠে বসে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি অনেকেই। উদ্বোধনী ম্যাচে হাজার দশেক লোক মাঠে ছিলেন। গ্যালারির একটা বড় অংশ ফাঁকা রেখেই বল গড়াল লেজেন্ডস লিগে। বাকিটা সামাল দেওয়ার চেষ্টা হল ডিজে, মিউজিক সিস্টেম দিয়ে। তবে লেজেন্ডস লিগের মঞ্চ ব্যবহার করে তাক লাগিয়ে দিল সিএবি। দুই ইনিংসের মাঝে হল লেজার শো। রঙিন আলোর রোশনাইয়ে রাতের মায়াবি ইডেন তখন মোহময়ী। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ ভারতে। ইডেন পেতে পারে সেমিফাইনাল বা ফাইনাল। তারই প্রাথমিক ট্রায়াল সেরে রাখল সিএবি।

আরও পড়ুন-শংসাপত্রের বিল পেশ

উদ্বোধনী ম্যাচ শুরুর আগে দুই দল ইন্ডিয়ান মহারাজাস এবং ওয়ার্ল্ড জায়ান্টসের ক্রিকেটারদের পাশে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ইমন চক্রবর্তী। ছিলেন লিগের কমিশনার রবি শাস্ত্রীও। না খেললেও এদিন মাঠে বসে খেলা দেখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে সৌরভ, শাস্ত্রীকে পাশাপাশি দেখা গেল। ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। উপভোগ্য হল ম্যাচও। ওয়ার্ল্ড জায়ান্টসকে ৬ উইকেটে হারাল হরভজনের নেতৃত্বাধীন ইন্ডিয়ান মহারাজাস। ওয়ার্ল্ড জায়ান্টসের করা ১৭০/৮ স্কোর ৮ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে তুলে দিল ইন্ডিয়ান মহারাজাস। ব্যাটে রান করলেন কেভিন ও’ব্রায়েন (৫২), দীনেশ রামদিন (৪২ নট আউট), ইউসুফ পাঠান (৫০ নট আউট), তন্ময় শ্রীবাস্তবরা (৫৪)। তবে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেলেন ইন্ডিয়ান মহারাজাস দলের প্রাক্তন ভারতীয় পেসার পঙ্কজ সিং।

Latest article