নিশ্চিন্তে কাটান পুজোর দিনগুলি। নিরাপদে মণ্ডপে ঘুরুন, আপনাদের জন্য সদা সতর্ক রয়েছে কলকাতা পুলিশ। পুজোর সময় শহরে যাতে কোনওরকম অশান্তি না হয়, সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ঠাকুর দেখতে পারেন, তার জন্য সব ব্যবস্থাই রেখেছে লালবাজার। শুক্রবার এই ভাষাতেই শহরবাসীকে আশ্বস্ত করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এদিন পুজো গাইড প্রকাশের অনুষ্ঠানে নগরপাল বলেন, কোনও সমস্যা হলে রয়েছে কলকাতা পুলিশের হেল্পলাইন। ওই নম্বরে ফোন করলেই মিলবে সাহায্য। পুজোয় (Durga Puja 2024) ট্রাফিক-সহ সব ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার কলকাতার পুজোর ম্যাপ উদ্বোধনে পুলিশের তরফ থেকে ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও বিস্তারিত ভাবে জানান মনোজ ভার্মা। এবার শহরে পুলিশের অনুমতি পাওয়া পুজোর সংখ্যা ১৯০৫টি। পুজোয় যান নিয়ন্ত্রণ করতে ১৮ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ১০৪ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, ৫৫০ জন ট্রাফিক সার্জেন্ট ও সাব ইন্সপেক্টর, ৩৬০০ জন কনস্টেবল ও ৫৪০০ জন অস্থায়ী হোমগার্ড রাস্তায় মোতায়েন থাকবেন। মহিলা ও শিশুদের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হচ্ছে। একই সঙ্গে পুজোয় শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সহযোগিতা করারও আহ্বান জানান কলকাতার নগরপাল। গত ২ মাস ধরে শহর কলকাতা বারবার প্রতিবাদে, আন্দোলনে উত্তপ্ত হয়েছে। পুজোর (Durga Puja 2024) মধ্যে ফের প্রতিবাদ, আন্দোলন শুরু হলে কী করবে পুলিশ? জবাবে সিপি বলেন, সব ব্যবস্থাই করা আছে। আশা করি, পুজোর আনন্দে কেউ কোথাও বাধা সৃষ্টি করতে পারবে না।
আরও পড়ুন- আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিন ঘোষণা! রেকর্ড সংখ্যায় ভিড়ের সম্ভাবনা