সিডনি, ২ জানুয়ারি : টেস্ট অধিনায়ক হিসাবে ফের টস করতে দেখা যাবে বিরাট কোহলিকে! এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের যা পরিস্থিতি, তাতে এই সম্ভাবনা জোরালো হচ্ছে। মেলবোর্নে হারের পর, ভারতীয় ড্রেসিংরুমের পরিবেশ রীতিমতো ছন্নছাড়া। জোর জল্পনা, অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলেই, লাল বলের ফরম্যাট থেকে অবসর নেবেন রোহিত শর্মা। শুধু তাই নয়, সিডনি টেস্টেও রোহিত সম্ভবত খেলছেন না।
আরও পড়ুন-টেস্টের আগেই সরলেন রোহিত, নেই আকাশ দীপ, ফিরছেন শুভমন, অভিষেক ওয়েবস্টারের
এই চর্চাকে আরও জোরালো করেছে, বৃহস্পতিবার ভারতীয় নেটে রোহিতের শরীরী ভাষা। একে তো তিনি সাংবাদিক বৈঠক এড়িয়ে গিয়েছেন। সতীর্থদের সঙ্গে নেটে নামলেও, ৪০ মিনিটের হালকা ব্যাটিং সেশন করেন। ফিল্ডিং প্র্যাকটিসেও সেভাবে গা ঘামাতে দেখা যায়নি তাঁকে। রোহিতের অনুপস্থিতিতে পারথে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরা। ভারতও টেস্ট জিতেছিল। সিডনিতেও বুমরাকেই সম্ভবত টস করতে দেখা যাবে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বুমরা সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিলেও, বোর্ডের একটা বড় অংশ টেস্ট অধিনায়ক হিসাবে বিরাটকে চাইছেন। বছর দু’য়েক আগে টেস্ট নেতৃত্ব ছাড়া বিরাটকে চলতি বর্ডার-গাভাসকর সিরিজে মাঠে বাড়তি দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে। বোলারদের পরামর্শ দেওয়ার পাশাপাশি জুনিয়রদেরও সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। টেস্ট নেতৃত্ব ছাড়ার পর, গত দু’বছরে বিরাটকে মাঠে এতটা দায়িত্ব নিতে কখনও দেখা যায়নি। ফলে তাঁর টেস্ট নেতৃত্বে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে।