নবম-দশমে শূন্যপদ কমার সম্ভাবনা ক্ষীণ

Must read

প্রতিবেদন: একাদশ দ্বাদশ শ্রেণিতে শূন্যপদের সংখ্যা কমলেও নবম-দশম শ্রেণির জন্য শূন্যপদ খুব একটা কমবে না, এমনটাই খবর শিক্ষা দফতর সূত্রে। তবে নবম দশমের জন্য কতটা শূন্যপদ রয়েছে তা আগামী কয়েক দিনের মধ্যেই এসএসসিকে জানাবে তাঁরা। নবম দশমের ফল প্রকাশের পরেই নতুন নিয়োগের তোড়জোড় চলছে (west bengal education department)। পাশাপাশি ২০১৬ সালে চাকরিহারাদের ফেরানো হচ্ছে পুরনো চাকরিতে। তবে শিক্ষা দফতর জানাচ্ছে, শূন্যপদ সৃষ্টির ক্ষেত্রে আইনি জটিলতা থাকলেও শূন্যপদ কমার সম্ভাবনা কম (west bengal education department)। ৪ ডিসেম্বর একাদশ- দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে নবম দশমের শিক্ষক নিয়োগের জন্য। চূড়ান্ত শূন্যপদ ঘোষণা হলে তার ভিত্তিতে নবম-দশমের জন্য প্রার্থীদের নথি যাচাই ও ইন্টারভিউ হবে।

আরও পড়ুন- উলুবেড়িয়ার অভয়া কালীমন্দিরে দুঃসাহসিক চুরি

Latest article