হাজারদুয়ারিতে প্রবেশমূল্য নেই, বাড়ছে ভিড়

স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে দর্শনীয় স্থানগুলিতে প্রবেশে টিকিট লাগছে না। তাই হাজারদুয়ারি, প্যালেস মিউজিয়ামে ঢোকার আগ্রহ বেড়েছে।

Must read

কমল মজুমদার জঙ্গিপুর: স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে দর্শনীয় স্থানগুলিতে প্রবেশে টিকিট লাগছে না। তাই হাজারদুয়ারি, প্যালেস মিউজিয়ামে ঢোকার আগ্রহ বেড়েছে। সোমবার মহরম। নবাবি তালুকের মসজিদগুলিকে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। গত শুক্রবার থেকেই পর্যটকরা মুর্শিদাবাদে ভিড় জমাতে শুরু করেছেন। হাজারদুয়ারিতে টিকিট না থাকায় বাড়তি ভিড়। সকাল থেকে বাস, ছোটগাড়িতে আসছে লোকে। বেশ কিছু হোটেলের প্রায় সব ঘর ভর্তি।

আরও পড়ুন-নিম্নচাপে দিঘায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা

হাসি ফুটেছে পর্যটনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত বহু মানুষের মুখে। রেকর্ড ভিড় হবে বলে আশায় বুক বেঁধেছেন হোটেল ব্যবসায়ী থেকে টাঙ্গাচালক সবাই। দু’ বছর হাজারদুয়ারি-সহ দর্শনীয় স্থানগুলি বন্ধ ছিল। সোমবার রাতে ঐতিহাসিক অগ্নিমাতম ও জলুস দেখতে হোটেলের ঘর বুকিং শুরু হয়েছে। করোনা কারণে দু’বছর হাজারদুয়ারি-সহ দর্শনীয় স্থানগুলি বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে সাড়ম্বর মহরম পালিত হচ্ছে। অগ্নিমাতম ও জলুস প্রত্যক্ষ করতে ইতিমধ্যেই হোটেল বুকিং শুরু হয়েছে। হোটেল মালিক পরিতোষ দাস, ভোলানাথ সাহা বলেন, মঙ্গলবার মহরম। কাজেই অনেকেই চারদিনের ট্যুরে ঘুরতে চলে এসেছেন। এক সপ্তাহ আগেই সব ঘর বুকড হয়ে গিয়েছে।

Latest article