প্রতিবেদন : ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। শেষ হবে ২২ ডিসেম্বর। সাধারণত আন্তর্জাতিক ক্যালেন্ডার মেনে নভেম্বরেই এই উৎসব হত। কিন্তু করোনা সব কিছু বদলে দিয়েছিল। ২০২১–এর চলচ্চিত্র উৎসব পিছিয়ে ২০২২–এর এপ্রিল মাসে হয়েছে।
আরও পড়ুন-পর্যটনের নতুন স্বপ্নরেখা হুচুকডাঙা পার্ক
২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়েছিল ২৫ এপ্রিল থেকে ১ মে। বছরে দু’বার পৃথিবীর সেরা সিনেমা দেখার সুযোগ পাওয়া চলচ্চিত্রপ্রেমীদের কাছে নিঃশর্তে বাড়তি পাওনা। এবারে আর ছোট করে নয়, সাধারণ মানুষ যাতে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারেন তাই নেতাজি ইনডোর স্টেডিয়ামকেই বেছে নেওয়া হচ্ছে। আমন্ত্রণ জানানো হয়েছে অমিতাভ বচ্চন–সহ বচ্চন পরিবারকে। বিশিষ্ট অতিথি তালিকায় শাহরুখ খান–সহ বলিউডের অনেক তারকাকেই আমন্ত্রণ জানানো হয়েছে।