শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশকে ধন্যবাদ জানালেন বিদায়ী পুর প্রশাসক ও প্রার্থী ফিরহাদ হাকিম। এদিন তিনি বললেন, বিজেপি অস্থিত্ব সংকটে ভুগছে। ওদের পায়ের তলায় মাটি নেই। তাই বিভিন্ন অভিযোগ করে মুখ লুকোনোর রাস্তা খুঁজছে বিজেপি।
আরও পড়ুন-‘বিরোধীরা তৃণমূলকে কালিমালিপ্ত করতে চেয়েছিল পুলিশ রুখে দিয়েছে’, জানালেন পার্থ চট্টোপাধ্যায়
রবিবার দূপুর ১.৩০ টা নাগাদ সপরিবারে চেতলা গার্লস স্কুলে ভোট দেন। তার আগে সকাল থেকে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চরকি পাক খেয়েছেন। রাস্তায় সিপিএমের ক্যাম্প অফিস দেখে দাঁড়িয়ে গেলেন। ক্যাম্পে বসা সিপিএমের কর্মীূদের খোঁজখবর নিলেন। খাওয়া হয়েছে কি না তাও জিগ্যেস করলেন। তখনও পর্যন্ত তাদের খাওয়া হয়নি শুনে সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন খাবার পৌঁছে দেওয়ার।
আরও পড়ুন-মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি হলেন পবন ভার্মা
একটা সময় ভোট দিয়ে চেতলার মাঠে যখন সপরিবারে বসলেন তখন একেবারেই রিল্যাক্স মুডে ফিরহাদ হাকিম। সকলের ববি দা। আদরের নাতনিকে কোলে নিয়ে নিশ্চিন্তে বসে গল্প জুড়ে দিলেন। জেতা নিয়ে তো টেনশনের কোনও ব্যাপারই নেই। মার্জিন নিয়েও ভাবছেন না। পাড়ার লোকজন এসে কুশল বিনিময় করে যাচ্ছেন।
অনেক জায়গায় বিজেপির এজেন্ট নিয়ে প্রশ্ন করায় বললেন, ওদের স্থানীয় কোনো লোক নেই বাইরে থেকে লোক এনে বসাতে চাইছে। ওরা নির্বাচনী নির্দেশাবলি পড়েননি। বুথে এজেন্ট হিসেবে বসতে গেলে সংশ্লিষ্ট বুথের ভোটার হতে হবে। এখানেই আটকে গিয়েছে বিজেপি। সঙ্গে যোগ করলেন, প্রতিটি বুথে সিসিটিভি রয়েছে। ফলে নির্বাচন কমিশনও নজর রেখেছেন। মানুষ ভোট দিয়েছেন অবাধে।