প্রতিবেদন : টালা থানার ওসির কেন পলিগ্রাফ টেস্ট হবে, কেনই বা সন্দীপ ঘোষের নার্কো টেস্ট হবে? প্রশ্ন উঠেছে আদালতেই। তাঁদের সঙ্গে ধর্ষণ বা খুনের সরাসরি যোগ কই? দুর্নীতি আর ধর্ষণ করে খুনের আকাশ পাতাল তফাত। তারপরও সিবিআইপলিগ্রাফ টেস্ট বা নার্কো টেস্টের নাটক করে আসল তদন্ত থেকে সরে থাকতে চাইছে। আরজি করের ঘটনায় আদালতের আরও পর্যবেক্ষণ, পোস্টমর্টেম রিপোর্ট বা ল্যাবটেস্টের রিপোর্ট অনুযায়ী সঞ্জয় রাই একাই ধর্ষক ও খুনি। সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে। তারপরও সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে নানা তদন্তের মুখে ফেলে ‘বৃহত্তর ষড়যন্ত্রে’র ফর্মুলায় অপরাধী বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই।
আরও পড়ুন-মানুষখেকো চিতাবাঘ ধরতে সেনা নামল রাজস্থানের গভীর জঙ্গলে
সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে বিচারক পামেলা গুপ্তা জানতে চান, টালা থানার প্রাক্তন ওসি ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কি ধর্ষণ-খুনে
অন্যতম অভিযুক্ত? আপনারা কি এমন কোনও তথ্য পেয়েছেন? তার সদুত্তর দিতে পারেনি সিবিআই। এমনকী ঘটনার সময় তাঁরা কোথায় ছিল তাও জানাতে পারেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বিচারক তখন জানান, তাহলে এখন পর্যন্ত স্পষ্ট যে, তাঁরা ধর্ষণ ও খুনে যুক্ত নন। তখনই খুন ও ধর্ষণ মামলায় জট কাটাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গুজরাটে নিয়ে গিয়ে নারকো টেস্ট করাতে চান তদন্তকারীরা। পাশাপাশি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ করাতে চায় সিবিআই। কিন্তু তার আইনি অনুমতি মেলেনি। সিবিআইয়ের আইনজীবীদের দাবি, তাঁরা ষড়যন্ত্রে যুক্ত থাকতে পারে। কিন্তু তাঁদের কাছে কোনও প্রমাণ নেই। সিবিআইয়ের তদন্তেও অগ্রগতি নেই।
আরও পড়ুন-মোদিরাজ্যে যৌননির্যাতনে বাধা, ৬ বছরের ছাত্রীকে খুন করল স্কুলের প্রিন্সিপাল
আরজি কর-কাণ্ডে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ-সহ আরও ৯ জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি নিয়ে তাঁদের পলিগ্রাফ টেস্ট হয়েছে। পলিগ্রাফ টেস্ট হয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রাইয়েরও। কিন্তু পলিগ্রাফ টেস্টে কিছু পাওয়া যায়নি। তাই আবার নার্কো পরীক্ষার জন্য দাবি করছে সিবিআই। আসল কথা কিছুই পায়নি সিবিআই। তাই বার বার নানা পরীক্ষার নাটক। এদিকে দ্বিতীয় দিন সিজিও-তে সিবিআই দফতরে হাজিরা দেন বর্ধমান মেডিক্যাল কলেজের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস ৷ সকাল ১১টা থেকে তাঁর জেরা চলে। টালা থানার এসআই-কেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন তদন্তকারীরা৷