কর্মক্ষেত্রে যৌন হেনস্তা রুখতে নেই কোনও উপযুক্ত তদন্ত কমিটি ক্ষোভ আদালতের

কর্মক্ষেত্রে হামেশাই যৌন হেনস্তার অভিযোগ ওঠে। কিন্তু সেই অভিযোগের তদন্ত করার মতো সরকারি দফতরগুলিতে উপযুক্ত কোনও কমিটিই নেই

Must read

প্রতিবেদন : কর্মক্ষেত্রে হামেশাই যৌন হেনস্তার অভিযোগ ওঠে। কিন্তু সেই অভিযোগের তদন্ত করার মতো সরকারি দফতরগুলিতে উপযুক্ত কোনও কমিটিই নেই। এমনই পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালতের। শুক্রবার এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত জানিয়েছে, অবিলম্বে এই সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ করা প্রয়োজন।

আরও পড়ুন-জিতে প্লে-অফের দৌড়ে রইল পাঞ্জাব

বিচারপতি এ এস বোপান্না ও হিমা কোহলির বেঞ্চ রীতিমতো ভর্ৎসনার সুরে জানিয়েছে, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা রুখতে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট আইনের প্রয়োগ যথাযথ হয় না। বলা যায়, এই আইন প্রয়োগের ক্ষেত্রে গুরুতর গাফিলতি রয়েছে। দীর্ঘদিন ধরে আইন চালু থাকলেও এখনও কেন পর্যাপ্ত পদক্ষেপ করা হয়নি সেই প্রশ্নও তুলেছে দুই বিচারপতির বেঞ্চ। পুরো বিষয়টিকে তাঁরা দুঃখজনক পরিস্থিতি বলে উল্লেখ করেছেন। উল্লেখ্য, কর্মক্ষেত্রে যৌন হেনস্তার অভিযোগ কোনও নতুন ঘটনা নয়। কর্মক্ষেত্রে যৌন হয়রানি রুখতে সুপ্রিম কোর্ট ১৯৯৭ সালে একটি নির্দেশিকা প্রকাশ করে। কিন্তু সেই নির্দেশিকা মেনে প্রায় আড়াই দশকে এ ধরনের অপরাধের ক্ষেত্রে উপযুক্ত কমিটি গঠন করাই সম্ভব হয়নি। এ বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে দুই বিচারপতির বেঞ্চ।

Latest article