রেলে ছাড় নেই প্রবীণদের, সংসদে জানালেন মন্ত্রী

Must read

নয়াদিল্লি : ফের জনবিরোধী সিদ্ধান্ত! রেলযাত্রায় প্রবীণদের ছাড় তুলে দেওয়ার পক্ষে মোদি সরকার। কোভিডকালে গত দু’বছর রেলযাত্রায় প্রবীণদের ছাড় নেই। সেটা কবে চালু হবে? লোকসভায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ দীপক অধিকারীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী (Railway Minister) অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিলেন, বয়স্কদের জন্য আপাতত রেলের ভাড়ায় কোনও ছাড় দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন – কপ্টার কেলেঙ্কারি : সিবিআই চার্জশিটে প্রাক্তন প্রতিরক্ষা সচিব

প্রসঙ্গত, এতদিন রেলে সবচেয়ে বেশি ছাড়ের সুবিধা পেতেন প্রবীণ নাগরিকরা। মহিলাদের ক্ষেত্রে ৫৮ ও পুরুষের ক্ষেত্রে ৬০ বছরের বেশি বয়স হলেই যথাক্রমে ৫০ শতাংশ এবং ৪০ শতাংশ ছাড় মিলত রেলযাত্রায়। কিন্তু, কোভিড পরিস্থিতির জেরে দীর্ঘদিন রেল পরিষেবা বন্ধ ও অর্থনীতি ধাক্কা খাওয়ার অজুহাতে সেই সুবিধা বন্ধ করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার৷ মন্ত্রীর (Railway Minister) যু​ক্তি, লকডাউনে পরিষেবা বন্ধ থাকার দরুন ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে রেলকে। আর এই অজুহাতেই করোনার সময় থেকে বয়স্ক যাত্রীদের ছাড় বন্ধ করে সম্পূর্ণ ভাড়া নিচ্ছে রেল। রেলমন্ত্রীর মতে, প্রবীণদের অনেকেই ক্ষমতা থাকা সত্ত্বেও এই সুবিধা পান। রেল কর্তৃপক্ষ সেই সুযোগ তুলে দেওয়ার পক্ষে। এখন থেকে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র যেমন দিব্যাঙ্গ, পড়ুয়া ও ১১ ধরনের রোগীদের ক্ষেত্রেই রেল ভাড়ায় ছাড় থাকবে।

Latest article