প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও বাংলার প্রতি বৈষম্যের প্রতিবাদে নদিয়ার নাকাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস এক প্রকাশ্য জনসভার আয়োজন করে। সভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ মহুয়া মৈত্র, জেলা তৃণমূলনেতা উজ্জ্বল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। ব্রাত্য বলেন, এটা পাল্টা নয়, তৃণমূলেরই সভা। যারা এসেছিল, নদিয়া তাদের জেলা নয়।
আরও পড়ুন-ব্যর্থতাকে ঢাকতেই বিজেপি এখন চাইছে কেন্দ্রীয় বাহিনী
নদিয়া সমন্বয়ের জেলা, প্রেমের জেলা, জ্ঞান ও বিদ্যাচর্চার কেন্দ্র। এটা বিভাজনমূলক সঙ্কীর্ণ রাজনীতির জায়গা নয়। কেন্দ্রের বিজেপি সরকারের তোপ দাগার পর ব্রাত্য শিক্ষা দফতরের কাজের কথা বলেন, গত তিন বছরে ৩৯টা নতুন প্রাইমারি স্কুল তৈরি হয়েছে, উচ্চমাধ্যমিক স্কুল হয়েছে ২৫৩টা। ৩৯৬টা ক্লাসঘর হয়েছে। ছেলে ও মেয়েদের আলাদা আলাদা শৌচাগার হয়েছে, ১৪টা হাইস্কুলে অতিরিক্ত ক্লাসঘর হয়েছে। তেহট্টে হয়েছে ফুটবলমাঠ। বলেন, শুধু শিক্ষা দফতরই এতটা করেছে। এ থেকেই বুঝতে পারবেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে কতটা উন্নয়ন হয়েছে। মহুয়া বিজেপি নেতা নাড্ডার সমালোচনা করে বলেন, আমরা দিনের দিন কাজ করি, আপনাদের মধ্যে থাকি। ওঁদের মতো পরিযায়ী নয়। মোদি তথা বিজেপিকে কটাক্ষ করে উজ্জল বলেন, প্রধানমন্ত্রী নাকি ১০০টা দেশকে খাওয়ান, অথচ আমাদের দেশই খেতে পায় না। রাজ্যে মানুষ বিনা পয়সায় চাল পায়, অন্য রাজ্যকে ৪৫ টাকায় চাল কিনতে হয়। মন কি বাতের বদলে উনি কাম কি বাত করলে ভাল হয়।