মণীশ কীর্তনীয়া, শিলিগুড়ি: বাংলায় যত সামাজিক প্রকল্প আছে, দেশের কোথাও নেই। রবিবার শিলিগুড়ির গোঁসাইপুরে তিন জেলার ১১টি সরকারি প্রকল্প উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখান থেকেই একথা জানান মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, “সরকার ক্ষমতায় আসার আগে থেকেই এখানে আসি। একটা সময় দিদিকে বল প্রোগ্রাম, দুয়ারে সরকার করা হল। প্রত্যেকটি ব্লকে প্রচুর ক্যাম্প করেছি। ১লাখ ৩৭ হাজার ক্যাম্প হয়েছে। ৬ কোটি ৪৪ লাখ মানুষ দুয়ারে সরকারে এসেছেন। ৪ কোটি ৫০ লাখ মানুষ পরিষেবা পেয়েছেন। সকলকে ধন্যবাদ। সরকারি দফতরগুলিকে ধন্যবাদ। বিধবা ভাতা ছিল ৮ লাখ। আমাদের সরকার আসার পর ১৩ লাখ করলাম। দুয়ারে সরকারের পর আরও ৮ লাখ দিই। ৭২ লাখ মানুষকে পেনশন দিয়েছি। সব পেনশন গুলির নাম দেওয়া হয়েছে জয় বাংলা। বিশ্বে সর্ব বৃহত্তম জনপরিষেবা। ১ কোটি ৭৫ লাখ মানুষ টাকা পাচ্ছেন। স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছেন ২ কোটি ৩৩ লাখ মানুষ। ৭৭ লাখ মেয়ে এখন কন্যাশ্রী। ১০ লাখ টাকা অবধি বিমা। স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ২১ হাজার ছেলেমেয়ে পেয়েছে। ”
জয়ী সেতু, ভাওইয়া সেতু, মেডিক্যাল কলেজ, বেঙ্গল সাফারি, ১১ টি প্রকল্প এদিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। দেবী চৌধুরানী মন্দির পুনরায় নির্মানের কথা বলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ” বাংলা যা পারে অন্যেরা পারে না। সব উদ্বাস্তুদের পাট্টা দেওয়া হচ্ছে। বাকিদেরও তোলা যাবে না। পাহাড়েও পাট্টা দেব।” দলের নেতাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “সদ্য নির্বচিত কর্পোরেশন ও পুরসভায় মন দিয়ে কাজ করুন। দায়িত্ব দিয়েছে বলে হনু হয়ে যাননি। আগামী পঞ্চায়েতে নির্বাচনে ভালো করে করতে হবে।” গৌতম দেব ও পাপিয়া ঘোষ এর উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, “গৌতম দেব ও পাপিয়া ঘোষকে বলব কথা কম কাজ বেশি করতে। পাপিয়া ঘোষ শিলিগুড়ি পরিষদ ভালো করে দেখো।
মুখ্যমন্ত্রী বলেন, “তিনদিন থাকব। জিটিএ নিয়ে কথা বলব।” তাঁর কথায়, ”পাহাড়েও পঞ্চায়েত ভোট করতে চায় রাজ্য। কিন্তু আইনি জটিলতা রয়েছে।” পাহাড়ের পঞ্চায়েত দ্বিস্তর। কিন্তু বাংলায় ত্রিস্তর পঞ্চায়েতের ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে কেন্দ্রকে আইন বদলে পাহাড়েও ত্রিস্তর পঞ্চায়েত চালুর আবেদন জানিয়েছে রাজ্য। শিলিগুড়িতে দাঁড়িয়ে এ কথাই জানালেন মুখ্যমন্ত্রী।