নিটে ব্যাপক দুর্নীতি, এবার মানতে বাধ্য হলেন রাষ্ট্রপতিও

Must read

প্রতিবেদন : বিজেপির শেখানো বুলি আউড়ে গেলেও নিটে যে দুর্নীতি হয়েছে তা মেনে নিলেন রাষ্ট্রপতি স্বয়ং। বৃহস্পতিবার সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই তাৎপর্যপূর্ণভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) স্পষ্টভাষায় জানিয়ে দিলেন, পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা জরুরি। নিটে অনিয়মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। কঠোর শাস্তি দেওয়া হবে অভিযুক্তদের। বিরোধীদের চাপে নিট নিয়ে ইতিমধ্যেই ব্যাকফুটে মোদির এনডিএ সরকার। দেশ জুড়ে প্রবল বিক্ষোভে এমনিতেই গভীর অস্বস্তিতে প্রধানমন্ত্রী। বিরোধীদের তীব্র সমালোচনার মুখে কেন্দ্র সিবিআই তদন্তের নির্দেশ দিলেও প্রধানমন্ত্রীর মুখে কিন্তু নিটের অনিয়ম বা দুর্নীতি নিয়ে তেমন কোনও কথা শোনা যায়নি এখনও। মঙ্গলবার সংসদে শপথগ্রহণ অনুষ্ঠান চলার মাঝেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে লক্ষ্য করে বিরোধী সদস্যরা নিট-নিট বলে টিপ্পনী কাটেন। ধ্বনি ওঠে শেম-শেম। প্রথম দিনেই প্রবল চাপে পড়ে যায় সরকারপক্ষ। বৃহস্পতিবার সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে তাঁর প্রথম ভাষণে তাৎপর্যপূর্ণভাবে রাষ্ট্রপতি টেনে আনেন নিট প্রসঙ্গ। বললেন, সর্বভারতীয় নিট পরীক্ষায় প্রশ্নফাঁস দুর্নীতি সামনে এসেছে। এ-বিষয়ে আমাদের দলমতনির্বিশেষে ব্যবস্থা নিতে হবে। অভিযুক্তদের কঠিনতম শাস্তি দিতে হবে।

আরও পড়ুন- উচ্ছেদ হওয়া হকারদেরও শর্তসাপেক্ষে পুনর্বাসনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Latest article