গদ্দারদের দলে না ফেরানোর দাবি উঠল

পুরসভা সংলগ্ন মাঠে জনসভায় প্রধান বক্তা শান্তনু সেন বলেন শুভেন্দু জেলা ও রাজ্যের কলঙ্ক বেইমান মিরজাফর ও বিশ্বাসঘাতক।

Must read

সংবাদদাতা,পাঁশকুড়া : পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া শহর আইএনটিটিইউসি ও পাঁশকুড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে, শনিবার ধিক্কার মিছিল ও পথসভা হল। বাংলা ও বাঙালিকে অবিরত অপদস্থ করার প্রতিবাদে পাঁশকুড়ায় এই কর্মসূচি পালিত হয়। ধিক্কার মিছিল থেকে আওয়াজ ওঠে, “বিভিন্ন পদের প্রাক্তন অধিকারী, কাঁথির কুখ্যাত বিশ্বাস ভঙ্গকারী হটাও, বাংলা বাঁচাও।”

আরও পড়ুন-বিএস ৪ গাড়ির পারমিট নয়

বছরের শেষ দিনে এই কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নামে পথসভা হলেও জনতার ঢলে কার্যত তা জনসভার রূপ নেয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডাঃ শান্তনু সেন, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র, জেলা আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক দাস প্রমুখ।

আরও পড়ুন-একাধিক দফতরের সমন্বয়ে উন্নয়ন উত্তরের সব জেলায়, মুখ্যমন্ত্রীর নির্দেশ

পুরসভা সংলগ্ন মাঠে জনসভায় প্রধান বক্তা শান্তনু সেন বলেন শুভেন্দু জেলা ও রাজ্যের কলঙ্ক বেইমান মিরজাফর ও বিশ্বাসঘাতক। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সে ও তার পরিবার কী কী সুবিধা ভোগ করেছে, তা তুলে ধরেন। চ্যালেঞ্জ করেন শুভেন্দুর বাবা ও ভাইকে তৃণমূল ছেড়ে অন্য প্রতীকে জিতে সাংসদ হয়ে দেখানোর জন্য। এই সভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আবেদন করেন ভবিষ্যতে আর যাকেই দলে ফিরিয়ে নেওয়া হোক, কোনওদিন যেন এই বিশ্বাসঘাতককে না ফেরানো হয়। যিনি নিজের রাজনীতির জন্মদাত্রী মাকে পিঠে ছুরি মেরেছেন, তাঁকে যেন আর কোনওভাবেই দলে ফেরানো না হয়।

Latest article