যাত্রী-দুর্ভোগ চলছেই, হাওড়া-আমতা শাখায় ফের বিঘ্ন ঘটল রেল পরিষেবায়

Must read

সংবাদদাতা, হাওড়া : ফের অফিস টাইমে ব্যাহত রেল (Railway) পরিষেবা। চরম বিপাকে পড়তে হল নিত্যযাত্রীদের। মঙ্গলবার সাতসকালে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় যান্ত্রিক ত্রুটির জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। এদিন সকাল সওয়া ৮টা নাগাদ ডাউন আমতা-হাওড়া লোকালে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এর জেরে বাঁকড়া-নয়াবাজ স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেনটি। ফলে ওই লাইনে পরপর দাঁড়িয়ে পড়ে একাধিক লোকাল ট্রেন। অফিস টাইমে নাকাল হতে হয় যাত্রীদের। স্তব্ধ হয়ে যায় ডাউন লাইনে ট্রেন চলাচল। চলন্ত ট্রেনের চাকায় ও ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি নজরে আসায় চালক তড়িঘড়ি ট্রেনটি দাঁড় করিয়ে দিতে বাধ্য হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলকর্মী ও আধিকারিকরা। ট্রেনটিকে খালি করে দিয়ে মেরামতি শুরু হয়। প্রায় দু’ঘণ্টা ধরে চলে রক্ষণাবেক্ষণের কাজ। ট্রেন বিভ্রাটের জেরে অনেকেই সময়ে অফিস পৌঁছতে পারবেন না বুঝে বাড়ি ফিরে যেতে বাধ্য হন। কেউ কেউ অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করে গাড়ি ভাড়া করে চাকরি বাঁচাতে অফিস যান। যাত্রীদের অভিযোগ, এই লাইনে এমন সমস্যা এখন প্রায় নিত্যদিনের ঘটনা। প্রায় প্রতিদিনই দেরিতে ট্রেন চলে। নির্ধারিত সময়ে অফিস পৌঁছতে খুবই সমস্যা হয়। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও রেলের কোনও হেলদোল নেই। অধিকাংশ ট্রেনই এই শাখায় দেরিতে চলে। এই নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক স্বপন দত্ত জানান, কী কারণে যান্ত্রিক ত্রুটি তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন- হাসিনা এখনও দিল্লিতেই, সর্বদলে অবস্থান পরিষ্কার করল তৃণমূল, জয়শঙ্করের বিবৃতি

Latest article