প্রতিবেদন : শিলিগুড়ির ফুলবাড়িতে কোনওরকম গণপিটুনির ঘটনাই ঘটেনি। ইতিমধ্যেই গোয়েন্দা দফতর এই বিষয়ে তদন্ত করছে। এমনটাই জানাল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। যদিও এই ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট তাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ফুলবাড়িতে গণপিটুনির কোনওরকম ঘটনা ঘটেনি। গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। ইচ্ছাকৃতভাবেই ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং অশান্তি তৈরি করার চেষ্টা করছে।
আরও পড়ুন-নির্লজ্জ যোগী প্রশাসন. মৃত্যু বেড়ে ১২৬, লাশের পাহাড় দেখে হৃদরোগে মৃত্যু পুলিশকর্মীর
বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় এক মহিলা স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে গেছিলেন বলে অভিযোগ। প্রায় আট দিন পরে ফিরে আসতে চান। অভিযোগ, এরপরেই তিনি ফিরলে এলাকার কয়েক জন মহিলা মিলে গত শুক্রবার সালিশি সভায় তাঁকে মারধর করেন। এরপরেই শনিবার কীটনাশক খেয়ে আত্মঘাতী হন ওই মহিলা। পরে এনজেপি পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।