১০ কোটি খরচ করে ঝাড়গ্রামে হবে টাইগার সাফারি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must read

মিনি চিড়িয়াখানা হয়েছে। এবার ঝাড়গ্রামে ১০কোটি টাকা খরচ করে ৬৪ একর জমিতে হবে টাইগার সাফারি। শুক্রবার, ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একই সঙ্গে জানান, নিউটাউনের মতো কালিম্পং ও ঝাড়গ্রামেও আদিবাসী ভবন তৈরি হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার জন্য ১৫০ কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শিলান্যাস করা হয় একগুচ্ছ প্রকল্পের। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।

এদিন ‘ভারত ছাড়ো দিবস’ উপলক্ষ্যে সকালেই স্যোশাল মিডিয়া পোস্ট করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। ঝাড়গ্রামের সভা থেকেও সেকথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অন্যান্য জেলাতেও আদিবাসী দিবস পালন করা হচ্ছে। আজ গান্ধীজি দেশ স্বাধীন করার আগে ইংরেজ তুমি ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন। এটা স্বাধীনতার মাটি। এই মাটিতে স্বাধীনতা এর অনেক রক্ত আছে। অনেক আদিবাসী আছেন। তাঁদের নাম সংগ্রহ করছি, অনেকেই আছেন যাঁরা আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাঁদের নাম নথিবদ্ধ করব বইতে।”

আরও পড়ুন- অবশেষে পেলেন জামিন! দ্রুত বিচারের অধিকার থেকে বঞ্চিত সিসোদিয়া, জানাল সুপ্রিম কোর্ট

ক্ষমতায় আসার পর থেকে বাংলার পর্যটনের উন্নয়নে জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলে জঙ্গলমহলে ঢেলে সেজেছে পর্যটন। এদিন ঝাড়গ্রামের অনুষ্ঠান মঞ্চে থেকে সেই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা অনেক প্রকল্প করেছি। জঙ্গলমহল পুরোটাই ট্যুরিজম সার্কিট। আগামী দিনে আরও ট্যুরিজম সার্কিট করার জন্য চিড়িয়াখানার পাশে ৬৪ একর জমি আছে। সেখানে একটা টাইগার সাফারি করব ১০ কোটি টাকা খরচ করে। যাতে আরও টুরিস্ট আসে, দেখতে পায়।”

একসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, চিড়িখানার পাশে ঝাড়গ্রাম জেলায় একটা শপিং মল হবে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর জিনিস বিক্রি হবে। হবে একটি সিনেমা হলও। জানান, ”২৩টি জেলায় এই ভাবেই আমরা করেছি। জমিও আমরা পেয়ে গেছি।”

Latest article