বৈধ ভোটারের নাম বাদ গেলেই হবে তীব্র আন্দোলন : মনোজ

শুক্রবার বিকেলে এসআইআর চক্রান্তের প্রতিবাদে শিবপুর থেকে তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে গর্জে উঠলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।

Must read

সংবাদদাতা, হাওড়া: একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। শুক্রবার বিকেলে এসআইআর চক্রান্তের প্রতিবাদে শিবপুর থেকে তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে গর্জে উঠলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এদিন এই ইস্যুতে দাসনগর পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয়ে বালিটিকুরি মুক্তরাম দে হাইস্কুলের সামনে পর্যন্ত যায় মহামিছিল।

আরও পড়ুন-বিজেপির দ্বিচারিতা, ছাব্বিশে হাতেনাতে শাস্তি দেবে বাংলা

মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী মনোজ তিওয়ারি, শিবপুর কেন্দ্র তৃণমূলের সভাপতি মহেন্দ্র শর্মা, মহিলা তৃণমূলের সভানেত্রী করবী ঘোষ, আইএনটিটিইউসির সভাপতি শুভময় মোদক-সহ দলের আরও অনেকে। মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো। মনোজ তিওয়ারি বলেন, গায়ের জোরে বিজেপি এসআইআর করে বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে চাইছে। নির্বাচন কমিশনের এই তাড়াহুড়োর জন্য বহু মানুষের প্রাণহাণি হচ্ছে। তবুও তাদের কোনও হেলদোল নেই। তবে বিজেপি যতই চক্রান্ত করুক ওদের উদ্দেশ্য সফল হবে না। বাংলার কোটি কোটি মানুষের সমর্থন আছে আমাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। এই অবস্থায় বাংলার একজন বৈধ ভোটারেরও নাম বাদ থেকে তীব্র আন্দোলন হবে। আমাদের কর্মীরা এইজন্য সর্বদা নজর রাখছেন।

Latest article