পরিষদীয় কাজে হবে না সঙ্কট, বললেন অধ্যক্ষ

বিমান বন্দ্যোপাধ্যায়ও মনে করেন এই ঘটনায় নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত শেষ করা দরকার। অনন্তকাল ধরে সারদা-নারদা কেসের মতো তদন্ত চলতে পারে না।

Must read

প্রতিবেদন : পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত না থাকলে বিধানসভার কাজে কোনও সমস্যা হবে না। মঙ্গলবার বনমহোৎসবের অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বলেন, পরিষদীয় মন্ত্রীর গ্রেফতার ও তার গতিপ্রকৃতি সম্পর্কে ইডির তরফে মেমো পাঠিয়ে অবহিত করা হয়েছে বিধানসভাকে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিমান বন্দ্যোপাধ্যায়ও মনে করেন এই ঘটনায় নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত শেষ করা দরকার। অনন্তকাল ধরে সারদা-নারদা কেসের মতো তদন্ত চলতে পারে না।

আরও পড়ুন-ভয় পেয়ে কালীপুজো বন্ধ

মাঝে কোভিডের দু’বছর বাদ দিলে প্রতি বছরের মতো এবছরও বিধানসভায় পালিত হল বনমহোৎসব অনুষ্ঠান। অংশ নিয়েছিলেন চিন, নেপাল ও ব্রিটেনের কনসাল জেনারেলরা। অধ্যক্ষ ছাড়াও অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, আশিস বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়-সহ অনেকেই। বিধায়ক বাবুল গানও করেন এদিন। বিধানসভার কর্মী ও তাঁদের পরিবারের ছেলেমেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতিয়ে দিয়েছেন বনমহোৎসব। এদিন রীতি মেনে একসঙ্গে সকলে বেশ কিছু গাছও লাগান।

Latest article