সম্প্রতি সোনালি বিবি তাঁর নাবালক ছেলেকে নিয়ে মালদহের মহদীপুর সীমান্ত দিয়ে রাজ্যে ফিরেছেন। এখনও সোনালির স্বামী ও আরও তিনজন বাংলাদেশে রয়েছেন। মঙ্গলবার কোচবিহার রাসমেলার মাঠে জনসভা থেকে এবার এ বিষয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ান বাংলায় এনআরসি (Mamata Banerjee_NRC) হবে না বলেও।
কেন্দ্রকে কড়া বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সোনালিদের ছাড়িয়ে এনেছি, এবার বাকি চারজনকেও ছাড়িয়ে নিয়ে আসব।” সোনালির কথা আরও বলেন মুখ্যমন্ত্রী। জানান,”ভারতীয় নাগরিক। সব কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁকে বিএসএফ নিয়ে গিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল। তার পরে শুরু হল অত্যাচার। এমনকি খেতে পাননি। বাংলা থেকে খাবারের জন্য টাকা পাঠানো হত। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য কিছুই করা হয়নি বলে অভিযোগ আমরা তাঁকে জেল থেকে ছাড়িয়ে এনেছি।”
আরও পড়ুন-BSF অত্য়াচার করলে মহিলারা এগিয়ে আসবেন, বিজেপির স্বৈরাচার ঠেকাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
মৎস্যজীবীদের নিয়ে মুখ্যমন্ত্রী জানান,”সুন্দরবনের ৩২ জন মৎস্যজীবী তাঁরা দীর্ঘদিন বাংলাদেশে আটকে ছিলেন তাঁদের ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। এমনকি বাংলাদেশেরও কিছু লোক এপারে ছিলেন তাঁদেরও আমরা ছেড়ে দিয়েছি।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, “যতই চক্রান্ত করো বাংলায় এনআরসি (Mamata Banerjee_NRC) হবে না। আমরা এনআরসি মানি না, মানব না। ডিটেনশন ক্যাম্প হবে না। নিশ্চিন্তে থাকুন। আমি কাউকে বিভেদ করতে দিই না। বাংলাকে ঐক্যবদ্ধ রাখব।”
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…