প্রতিবেদন : শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা বাতিল আমরা করিনি। কিছু স্বার্থান্বেষী লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাকরির তালিকা বাতিল করেছে। যারা এ কাজ করেছে আজ তারাই বন্ধু সেজে ঢুকে পড়ছে।
আরও পড়ুন-দিনের কবিতা
মঙ্গলবার নবান্নে সংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা চাই সকল যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরাই চাকরি করুন। তাঁদের কারও চাকরি চলে যাক আমরা চাই না। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ আমাদের মেনে চলতে হবে। তাই আমাদের ৩০ মে বিজ্ঞাপন দিতে হবে। আমাদের হাত-পা বাঁধা। আমাদের মন না চাইলেও আমাদের এই ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা অমান্য করতে পারি না। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, ত্রিপুরায় ১০৩২৩ জন শিক্ষকের চাকরি যাওয়ার পর প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কেউ কিছু করেনি। এছাড়া মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির কথা সকলেই জানে। সেখানেও কিছু করেনি কেউ। কিন্তু রাজ্য সরকার মানবিক দিক থেকেই কাজ করতে চায়।
সুপ্রিম কোর্টে রাজ্য সরকার রিভিউ পিটিশন করেছে। গরমের ছুটি চলছে। কোর্ট খুললে নিশ্চয়ই কিছু রায় আসবে। তখন রাজ্য সরকার সেই অনুযায়ী চলবে।
এদিন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী বলেন, ওদের ভাবনার কোনও কারণ নেই। শিক্ষা দফতরে যদি সুযোগ না হয়, সরকারের অন্য তিন-চারটে দফতরে ওরা কাজ করতে পারে। তবে ওদের বিজ্ঞাপন তিন-চারদিন পর বেরোবে।