দলেই বিদ্রোহ, চাই না রোনাল্ডোকে

Must read

ম্যাঞ্চেস্টার, ১০ অগাস্ট : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Portuguese Footballer Cristiano Ronaldo)  নিয়ে রীতিমতো বিরক্ত তাঁর সতীর্থরাই। এঁদের অনেকেই চাইছেন যত দ্রুত সম্ভব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে যেন চলে যান পর্তুগিজ মহাতারকা। রোনাল্ডোর আচরণে বিরক্ত ক্লাব কর্তৃপক্ষও। সূত্রের খবর, ম্যান ইউয়ের অনেক খেলোয়াড়ই রীতিমতো বিরক্তি প্রকাশ করছে রোনাল্ডোর উপরে। সিআর সেভেনকে নিয়ে দ্বিধাবিভক্ত ওল্ড ট্র্যাফোর্ড শিবির। রোনাল্ডোর হয়ে কথা গলা ফাটানোর লোকের সংখ্যা ক্রমশ কমছে ম্যান ইউয়ের ড্রেসিংরুমে।

আরও পড়ুন: রাজনীতিতে শেষ কথা হয় না, প্রমাণ করলেন নীতীশ

চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ম্যান ইউ। এই যুক্তিতে ক্লাব ছাড়তে চান রোনাল্ডো। কিন্তু তিনি চাইলেও, ক্লাবের তরফে সাফ জানিয়ে যাওয়া দেওয়া হয়েছে তাঁকে ছাড়া হবে না। এই নিয়ে ক্লাব এবং রোনাল্ডোর মধ্যে ঠান্ডা লড়াই চলছে বেশ কিছুদিন ধরে। এরই মধ্যে ম্যান ইউয়ের হয়ে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ খেলেও ফেলেছেন রোনাল্ডো।

আরও পড়ুন: ফের জয়, ছুটছে ডায়মন্ড হারবার

এদিকে, এই কঠিন সময়ে রোনাল্ডোর (Portuguese Footballer Cristiano Ronaldo) প্রশংসা করেছেন তাঁর প্রাক্তন ক্লাব সতীর্থ করিম বেঞ্জেমা। রিয়াল মাদ্রিদ তারকার বক্তব্য, ‘‘এটা ঠিকই যে ক্রিশ্চিয়ানো রিয়াল ছেড়ে চলে যাওয়ার পর থেকে অনেক বেশি গোল পেয়েছি আমি। কিন্তু ও যতদিন এখানে ছিল আমাকে মাঠ এবং মাঠের বাইরে অনেক সাহায্য করেছে। কিন্তু এটাও ঘটনা যে, ও ক্লাব ছাড়ার পরই আমার খেলার ধরনে অনেক বদল এসেছে। নিজেকে নতুন করে মেলে ধরতে পারছি।’’

Latest article