প্রতিবেদন: বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষের প্রাপ্য দিতে কোনওদিন শোনা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। গোল গোল প্রত্যাশা তৈরি করে কিছু মানুষকে ভুল বুঝিয়ে ভোটের বাজারে নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা চালায় বিজেপির নেতারা। তবে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে যে নরেন্দ্র মোদির বাংলার মানুষকে দেওয়ার কিছুই নেই, তা যেন তিনি নিজেও জানতেন। তাই সিঙ্গুরের মঞ্চ থেকে কোনও ঘোষণা শোনা গেল না। আর সেখানেই যে সব মিথ্যে কথা বলে ফের একবার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালালেন মোদি, তাকে পাল্টা ধুয়ে দিল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ ছাড়াও দলের তরফে মন্ত্রী শশী পাঁজা ও সাংসদ পার্থ ভৌমিকও সাংবাদিক বৈঠক থেকে কড়া আক্রমণ শানান মোদিকে।
আদতে মোদির মুখ থেকে কোনও বার্তা কেন পেলেন না তা স্পষ্ট করে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, সিঙ্গুরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দিয়ে গেলেন। একটি কথাই বলা যায়— মিথ্যার জমিদার। ওদের ভাষণ—বলছে ঝুট, করছে লুট। সিঙ্গুর নিয়ে একটি শব্দ নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন সেটা শিল্পের বিরুদ্ধে ছিল না। প্রধানমন্ত্রী বলতে পারেননি একটাই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন সেটা শিল্পের বিরুদ্ধে ছিল না। বিজেপির একটা অংশ, সিপিআইএম কংগ্রেসের একটা অংশ খুব লাফালাফি করল। কিন্তু প্রধানমন্ত্রী বলতে পারলেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন ছিল কৃষিজমির রক্ষার অধিকার। কৃষক, কৃষিজীবী, খেতমজুরের বাঁচার লড়াই ছিল। শিল্প একশোবার হবে। শিল্পের জন্য জমিতে হবে। কিন্তু কৃষিজমি দখল করে জোর করে এত মানুষের সর্বনাশ হতে পারে না।
আরও পড়ুন-ভিনরাজ্যে নিহত শ্রমিকের বাড়িতে সাংসদ ইউসুফ
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে কেন মোদি কোনও প্রতিশ্রুতি দিতে পারলেন না, তার পিছনে যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন, তা স্পষ্ট করে কুণাল তথ্য পেশ করেন, শুধু তাই নয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। প্রক্রিয়া শুরু হয়ে দিয়েছে। ফ্লিপকার্ট, অ্যামাজন বিরাট ওয়্যার হাউস হচ্ছে। বিপুল কর্মসংস্থান, এলাকার মানুষ সুবিধা পাবেন। আনুসঙ্গিক আরও ব্যবস্থা হবে।
সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়ে সিঙ্গুরে এক নতুন মিথ্যাচারের নজির তৈরি করেছেন। স্পষ্টভাবে তা তুলে ধরেন কুণাল ঘোষ। তিনি জানান, প্রধানমন্ত্রী বলছেন, দুর্গোৎসব ইউনেস্কো স্বীকৃতি নাকি ওনাদের জন্য। একি পাগল না কি? বলছেন আগে ইউপিএ সরকার যখন ছিল তখন কেন স্বীকৃতি পায়নি। যখন ইউপিএ সরকার ছিল তখন বাংলায় তো সিপিএম সরকার ছিল। ওরা পুজো অর্চনার ত্রিসীমানায় যেত না। উৎসব, তার অর্থনীতিকে চাঙ্গা করা—মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এসে করেছে। ইউনেস্কো সরকারের স্বীকৃতিও— সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বাংলার সরকার সবরকম নথিপত্র তৈরি করে—এর পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু দুর্গোৎসব নয়। অন্যান্য বিভিন্ন উৎসবকে উৎসবের অর্থনীতি দিয়ে সব ধর্মের মানুষের উন্নয়ন—এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন।
আরও পড়ুন-বিজেপির শাসনে দেশের বিবেক আজ কাঠগড়ায়
যে বাংলায় দাঁড়িয়ে মাত্র তিনটি ট্রেনের ঘোষণা রবিবার নরেন্দ্র মোদি করেছেন, তার পাল্টা কুণাল ঘোষ তথ্য পেশ করেন, আজ একের পর এক মিথ্যা কথা বলে গিয়েছেন নরেন্দ্র মোদি। ক’টা রেল করেছেন? তিনটে-চারটে? বাংলায় রেল বিপ্লব করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে সাগর—কার্যত প্রত্যেকটি জেলা নতুন ট্রেন, আরও যোগাযোগ, নতুন রুট, নতুন লাইন—একলাখি-বালুরঘাট, দিঘা-তমলুক এবং অজস্র লোকাল ট্রেন বাড়ানো, ভারতের অন্যান্য জায়গাগুলির সঙ্গে আরও ট্রেন বাড়িয়ে দেওয়া। দুরন্ত, শিয়ালদহ রাজধানী থেকে আজমের শরিফ, মুম্বই, চেন্নাই বেঙ্গালুরু—ভারতের অন্যান্য জায়গাগুলির সঙ্গে যোগাযোগ বাড়ানো—বাংলার রেল বিপ্লব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রধানমন্ত্রী আজ মিথ্যার জমিদারি করেছেন। বাংলার মানুষ আসন্ন বিধানসভা নির্বাচনে এদের গণতান্ত্রিক ভাবে মুখের উপর জবাব দেবেন। এদিন শশী পাঁজা মোদির যাবতীয় দাবি উড়িয়ে দিয়ে এখানে গত দেড় দশকে কত বিনিয়োগ হয়েছে তার খতিয়ান তুলে ধরেন। পার্থ বলেন, মোদি এদিন সিঙ্গুরে এলেও সেখানে কোনও প্রতিশ্রতি দেননি। এটাই হল বিজেপি। এরা কৃষকের জমি কেড়ে সভা করে। অনুমতিও নেয় না। প্রধানমন্ত্রীর উচিত কৃষকের হাতে তাঁর জমিটা ফিরিয়ে দেওয়া। মোদির সবটাই ভাষণ, নো রেশন।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…