কাল তৃতীয় ম্যাচ, দল বাছতে হিমশিম লক্ষ্মণরা

সিরিজ ১-১ করে ফেলার পর সমস্যায় পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সমস্যা তৃতীয় টি-২০ ম্যাচের দল গঠন নিয়ে।

Must read

হারারে, ৮ জুলাই : সিরিজ ১-১ করে ফেলার পর সমস্যায় পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সমস্যা তৃতীয় টি-২০ ম্যাচের দল গঠন নিয়ে। বিশ্বকাপজয়ী দলের তিন সদস্য হারারেতে দলের সঙ্গে যোগ দেওয়ার পর প্রথম এগারো বাছতে হিমশিম খাচ্ছেন অধিনায়ক শুভমন গিল ও কোচ ভিভিএস লক্ষ্মণ।
প্রথম ম্যাচে জিম্বাবোয়ের কাছে হেরে যাওয়ার পর রবিবার দ্বিতীয় ম্যাচে ভারত ১০০ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে। এই ম্যাচে অভিষেক শর্মা সেঞ্চুরি করেছেন। কিন্তু পরিস্থিতি এমন যে, সেঞ্চুরি করেও অভিষেককে বুধবারের ম্যাচে বসতে হতে পারে। কারণ, টিম ম্যানেজমেন্টকে যশস্বী জয়সোয়ালকে জায়গা করে দিতে হবে। ওপেনার যশস্বী যদি শুভমনের সঙ্গে শুরুতে আসেন, তাহলে অভিষেককে বসতে হবে। কিন্তু অভিষেক সেঞ্চুরি করার পর ব্যাপারটা কঠিন। ফলে মুশকিলে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন-মানিকতলা উপনির্বাচন: শেষ প্রচারে চমক, সুপ্তির পাশে ক্রীড়াবিদরা

উইকেটের পিছনে কে দাঁড়াবেন সেটাও একটা প্রশ্ন। ধ্রুব জুরেল প্রথম দুই ম্যাচে কিপিং করলেও এবার সঞ্জু স্যামসনকে দেখা যেতে পারে। একইভাবে দেখা যেতে পারে অলরাউন্ডার শিবম দুবেকেও। সিএসকের হয়ে ফিনিশারের রোল পালন করলেও দেশের জার্সিতে তিনি ব্যর্থই। একমাত্র ফাইনালে কিছুটা ভাল খেলেছেন দুবে। রিঙ্কু সিং বিশ্বকাপে ট্র্যাভেলিং রিজার্ভ হিসাবে দলের সঙ্গে ছিলেন। এখানে দ্বিতীয় ম্যাচে ২২ বলে ৪৮ রান করে তিনি ভারতকে দু’শোর বেশি রান করতে সাহায্য করেছেন। আর তিনিও যেহেতু রান পেয়ে গিয়েছেন, মাঝখানে দুবের জন্য জায়গা বের করা কঠিন হয়ে যাচ্ছে।
টি-২০ বিশ্বকাপ জেতার পর দলের সঙ্গে ভারতে এসেছিলেন যশস্বী, সঞ্জু ও শিবম দুবে। পরপর কয়েকটি সংবর্ধনা অনুষ্ঠান সেরে এই তিন ক্রিকেটার হারারেতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এই তিনজনের মধ্যে একমাত্র দুবেই বিশ্বকাপের সব ম্যাচ খেলেছেন। বাকিরা কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি। ফলে সঞ্জু-যশস্বীদের গেমটাইম দেওয়াই এখন মাথাব্যথা লক্ষ্মণদের কাছে।

Latest article