বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : এ যেন ‘তুমি যে এ ঘরে কে তা জানত’! বাঘপ্রেমীদের জন্য সুখবর। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বক্সার জঙ্গলে দেখা দিলেন দক্ষিণরায়। দেখা মিলল সেই সময়ে, যখন ব্যাঘ্রপ্রকল্পে বাঘের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠছিল। ফলে দীর্ঘ বিতর্কের অবসান হল। প্রায় ৩৫ বছর পর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে দেখা মিলল বাঘের।
আরও পড়ুন-উত্তর ২৪ পরগনায় সিনার্জিতে প্রবল সাড়া
বন দফতরের অনুমান, বাঘটি রয়্যাল বেঙ্গল টাইগার। দীর্ঘদিন বক্সায় বাঘের অস্তিত্ব নিয়ে সংশয়ের জেরে প্রকল্পের সম্মান বাঁচাতে অসম থেকে বক্সায় বাঘ নিয়ে আসার পরিকল্পনা চূড়ান্ত করে বন দফতর। অতিথি বাঘেদের পর্যাপ্ত খাবার রাখতে কয়েক দফায় জঙ্গলে ছাড়া হয়েছে চিতল হরিণ। এর আগে পায়ের ছাপ মিলেছিল। শুক্রবার রাত বারোটার পর গভীর জঙ্গলে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল এক পূর্ণবয়স্ক পুরুষ বাঘের ছবি। ঘটনায় উচ্ছ্বসিত বন দফতর।
আরও পড়ুন-জমজমাট এমপি কাপ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র-অধিকর্তা বুদ্ধরাজ সেওয়া জানান, ‘‘এটা আমাদের জন্য খুব খুশির খবর। আমাদের কথাই সত্যি হল, বক্সায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে।’’ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, প্রকল্পের কাছের ভুটিয়া বস্তির মানুষজনকে অন্যত্র পুনর্বাসন দিয়ে বাঘেদের বিচরণ এলাকা বাড়ানো হবে। বন দফতর জানিয়েছে, ওই জঙ্গলে অনেকের বসবাস। তাই বিকল্প বাসস্থান তৈরি করে অথবা ক্ষতিপূরণ দিয়ে সরানো হবে মানুষজনকে।