তিরিশ সেকেন্ডের টর্নেডোয় তছনছ ৫০ বাড়ি

হাওয়া অফিসের পূর্বাভাস মতোই নিম্নচাপের জেরে শুক্রবার সকাল থেকেই সন্দেশখালির আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ছিল হালকা বৃষ্টি।

Must read

সংবাদদাতা বসিরহাট : মাত্র তিরিশ সেকেন্ডের টর্নেডো। আর তাতেই তছনছ হয়ে গেল প্রায় পঞ্চাশটির মতো বাড়ি। ভাঙল গাছ, বিদ্যুৎ-খুঁটি। অন্ধকার এলাকা। শুক্রবার বিকেলে বসিরহাটের সন্দেশখালির এক নম্বর ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া এলাকার আচমকাই টর্নেডো আসে। বৃষ্টির মধ্যে অসহায় অবস্থা কয়েকশো গ্রামবাসীর। সরকারি উদ্যোগে দ্রুত ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী দল।

আরও পড়ুন-হাওড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু

হাওয়া অফিসের পূর্বাভাস মতোই নিম্নচাপের জেরে শুক্রবার সকাল থেকেই সন্দেশখালির আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ছিল হালকা বৃষ্টি। তার মধ্যেই এদিন বিকেলে হঠাৎ মাত্র তিরিশ সেকেন্ডের টর্নেডো ঝড়ে তছনছ হয়ে গেল কয়েকশত বাড়ি। কোন বাড়ির চাল উড়ে গিয়েছে। আবার কোনও কাঁচা বাড়ি সহ উড়ে পুকুরের মধ্যে পড়েছে। প্রচুর বড় বড় গাছ ভেঙে পড়েছে। উচ্চক্ষমতা সম্পন্ন প্রায় তিনটি ইলেকট্রিক পোস্ট ভেঙে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই এলাকায় অধিকাংশ কাঁচা বাড়ি হওয়ায় সমস্যায় পড়ে গিয়েছেন প্রায় ৯০ জন গ্রামবাসী। টর্নেডো হওয়ার কিছুক্ষণ পর থেকেই এই এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টি।

আরও পড়ুন-ডেঙ্গু রুখতে জল জমতে দেবেন না, মশানিধনে রোডম্যাপ

মাথার উপর বাড়ির ছাদভাঙা, ছাউনি উড়ে যাওয়া ঘরগুলোতে এখন কীভাবে থাকবে এই ভারী বর্ষায় তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা। এই প্রসঙ্গে সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিডিও সুপ্রতিম আচার্য বলেন, খবর পেয়েছি টর্নেডোতে বেশ কয়েকটি বাড়ি ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্তদের আপাতত ত্রিপল দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য দেওয়া হবে। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো জানান, ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে রয়েছি। কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে। রান্না করা খাবার দেওয়ার জন্য আমরা প্রস্তুতি শুরু করেছি।

Latest article