বাংলার বকেয়া আদায়ে এই লড়াই চলবেই, দিল্লির ধরনা থেকে সাফ কথা তৃণমূল সাংসদদের

Must read

বাংলার ১০০ দিনের টাকা এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। সেই ন্যায্য পাওনার দাবিতে অভিষেকের আহ্বানে বাংলার (TMC-MPs) মানুষ দিল্লির যন্তর মন্তরে ধরনা দিয়েছেন। মোদি সকারের থেকে এই টাকা আদায়ে বাংলার মানুষ লড়াই চালাচ্ছেন। সঙ্গে রয়েছেন তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার দিল্লিতে ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন সাংসদ দোলা সেন, সাংসদ সামিরুল ইসলাম, সাংসদ প্রতিমা মণ্ডল, সাংসদ প্রকাশ চিক বরাইক। একইসঙ্গে তাঁরা জানালেন বাংলার বকেয়া আদায়ে এই লড়াই চলবেই।

দোলা সেন জানান, দুর্নীতি থাকলে তদন্ত করুন কিন্তু বাংলার মানুষ যে টাকা পায় তা দিন। দেশের আইন রয়েছে ১৫ দিনের মধ্যে মাইনের টাকা দিতে হয়। ২ বছর ধরে সাধারণ মানুষের টাকা আটকে রেখেছেন। এই বেআইনি কাজের জন্য আমরা মোদি সরকারকে ধিক্কার জানাই। পৃথিবীর ইতিহাসে মানুষের লড়াই শেষ কথা। প্রতুল মুখোপাধ্যায়ের গান ‘লড়াই করো, লড়াই করো’ গান গেয়ে নিজের বক্তৃতা শেষ করেন সাংসদ।

প্রকাশ চিক বরাইক বলেন, সাধারণ মানুষকে কুর্ণিশ জানাই। যারা এই লড়াইয়ে রয়েছেন। আমরা এই লড়াইকে স্বাগত জানাই। বাংলার টাকা ফেরত দেওয়ার আবেদনও করলেন এদিন সাংসদও।

আরও পড়ুন- ন্যায্য পাওনার আদায়ে লড়াই, যন্তর মন্তরে মোদি সরকারকে একহাত নিলেন তৃণমূল বিধায়করা

সাংসদ (TMC-MPs) প্রতিমা মণ্ডল জানান, ১০০ দিনের কাজে নানান রকম মানুষ যুক্ত থাকেন। তথ্য বলছে বাংলার লক্ষ লক্ষ মানুষ কাজ করেছেন এবং কোটি কোটি টাকা বাকি আছে। কোটি কোটি টাকা খরচ করে কেন্দ্র সংসদ ভবন তৈরি করেছে। সেখানে উদ্বোধনীতে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদিী মুর্মুকে ডাকেননি। পিছিয়ে পড়া মানুষকে কেন্দ্র ডাকে না।

সাংসদ সামিরুল ইসলাম বলেন, কোটি কোটি টাকা আটকে দিয়েছে কেন্দ্র। ২০২১ সালে বাংলার মানুষ তাড়িয়েছিল বিজেপিকে। তার রাগের কারণ। ১০০ দিনের কাজের টাকায় লক্ষ লক্ষ মানুষের সংসার চলত। তৃণমূলের এই লড়াই গরিব মানুষের লড়াই। এই লড়াই চলবে।

Latest article