চিত্তরঞ্জন খাঁড়া: আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে…সবুজ-মেরুনের এই গানের কলিও আজ ঘোর বাস্তব। মোহনবাগানের বর্তমান ইতিহাসও সোনায় মোড়া। বাকি ছিল এক মরশুমে আইএসএলের জোড়া মুকুট। তারও পূর্ণতা পেল শনি-রাতের যুবভারতীতে। সবুজ-মেরুন আবির, রংমশালে যুবভারতী তখন মায়াবী মোহনভারতী।ঘরের মাঠে অপরাজিত থেকে দ্বিমুকুট জয়ের উৎসবে মাতোয়ারা সবুজ-মেরুন জনতা। মাঠেই তাঁদের সঙ্গে উৎসবে শামিল ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়েছিল দল। গ্যালারিতে সমর্থকদের উদ্বিগ্ন মুখ। কিন্তু সেখান থেকে মোহনবাগান প্রত্যাবর্তন করতে পারল তাদের বরফশীতল মস্তিষ্কের কোচ জোসে ফ্রান্সিসকো মোলিনার জন্য। ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে নিজের ফুটবলারদের শান্ত রাখার পাশাপাশি কিছু ট্যাকটিক্যাল পরিবর্তন নিখুঁতভাবে করে দলকে ঐতিহাসিক সাফল্য এনে দিতে সাহায্য করলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রাক্তন স্পোর্টিং ডিরেক্টর।
শিল্ডের পর আইএসএল কাপও ঘরে তুলেও নিজে কোনও কৃতিত্ব নিতে চাইলেন না মোলিনা। শুধু বললেন, ‘‘কোচ হিসেবে আমার কাজ করেছি। আমি শুধু ফুটবলারদের সাহায্য করেছি। ফুটবলাররাও আমার পাশে থেকেছে। ঠান্ডা মাথায় খেলতে চেয়েছিলাম। গোটা মরশুমে আমরা সেটাই করতে পেরেছি। যে কারণে ফাইনালে পিছিয়ে পড়েও কামব্যাক করতে পেরেছি। ভাল লাগছে দ্বিমুকুট জিততে পেরে। এখন উৎসব করার সময়।’’ ফাইনালে অজি দর্পেই বেঙ্গালুরুকে হারিয়ে দিল দল।গোল করে নায়ক দুই অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন ও জেসন কামিন্স। দুজনের মুখেই স্বপ্নের মোহনবাগানের কথা।
আরও পড়ুন-আইএসএলে জোড়া মুকুট মোহনবাগানের, ম্যাকলারেনের গোলে ইতিহাস
ম্যাকলারেন বললেন, ‘‘লিগ-শিল্ডের পর কাপ জিতলাম। ভারতে এসেই এমন একটা দলের হয়ে এই সাফল্য পেলাম যারা দেশের সেরা ক্লাব। এমন সমর্থক আর কোথাও নেই। ওদের এই সাফল্য উৎসর্গ করছি। মোহনবাগান স্বপ্নের টিম।’’ পিছিয়ে পড়েও তাঁর পেনাল্টি থেকে সমতায় ফিরেছে দল। কামিন্স বললেন, ‘‘লিগ-শিল্ড জিতেও গতবার অল্পের জন্য কাপ হাতছাড়া হয়। তাই এবার আমরা আইএসএল ডাবল করার জন্য মরিয়া ছিলাম। পিছিয়ে পড়লেও ম্যাচ জিততে পারব, এই বিশ্বাস ছিল। সমর্থকদের ধন্যবাদ। ওদের খুশি করতে পেরেছি।’’
লিগে ১৫ ক্লিন-শিটে সোনার গ্লাভস জিতলেন গোলকিপার বিশাল কাইথ। বললেন, ‘‘আমার সুবিধা হয়েছে ডিফেন্ডারদের জন্য। টম অলড্রেড ফাইনালেও দুর্দান্ত খেলল। আলবার্তোও গোটা মরশুমে অসাধারণ ছিল। শুভাশিস, আশিস সবাই। ওরাও গোল অক্ষত রাখতে অবদান রেখেছে।’’ অধিনায়ক শুভাশিস বলছেন, ‘‘মোহনবাগান স্বপ্নের দল। তাছাড়া এমন সমর্থক ছাড়া চ্যাম্পিয়ন হওয়া যায় না। এটা আমাদের সৌভাগ্য।’’