এবার লোডশেডিংমুক্ত দুর্ঘটনাহীন দুর্গাপুজো

রাজ্যবাসীকে লোডশেডিংমুক্ত ও দুর্ঘটনামুক্ত পুজো উপহার দিতে প্রস্তুত রাজ্য বিদ্যুৎ দফতর। সেই লক্ষ্যে চালু হয়ে গেল বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম।

Must read

প্রতিবেদন : রাজ্যবাসীকে লোডশেডিংমুক্ত ও দুর্ঘটনামুক্ত পুজো উপহার দিতে প্রস্তুত রাজ্য বিদ্যুৎ দফতর। সেই লক্ষ্যে চালু হয়ে গেল বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম। শুক্রবার বেলায় কন্ট্রোল রুমের উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। সল্টলেকে বিদ্যুৎভবনের সাততলার কনফারেন্স হলে তৈরি হয়েছে এই অস্থায়ী কন্ট্রোল রুম। উদ্বোধনের পর দফতরের কর্তাদের সঙ্গে নিয়ে গোটা ব্যবস্থা খুঁটিয়ে দেখেন বিদ্যুৎমন্ত্রী।

আরও পড়ুন-ডিসেম্বরে টেট পরীক্ষা, চূড়ান্ত তালিকা নভেম্বরে

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শারদোৎসবে রাজ্যবাসীকে নিরবচ্ছিন্ন পরিষেবা দিতে আমাদের দফতর প্রস্তুত। শুক্রবার থেকেই কাজ শুরু করে দিয়েছে কন্ট্রোল রুম। দুর্গাপুজো, দীপাবলি হয়ে জগদ্ধাত্রী পুজো কাটিয়ে আগামী ৫ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে এই কন্ট্রোল রুম। সেই সঙ্গে পুজোয় একগুচ্ছ ব্যবস্থা নেওয়ারও কথা জানান বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, দফতরের সব কর্মী ও অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। জনগণকে পরিষেবা দিতে অফিসার-সহ প্রায় ৭০ হাজার কর্মীকে কাজে লাগানো হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে জেলায় জেলায় সম্ভাব্য প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে। কোথাও কোনও সমস্যা হলে তার জন্য সারা রাজ্যে বিদ্যুৎ দফতরের ২৩৭০টি মোবাইল ভ্যান থাকছে।

আরও পড়ুন-ব্যাপমে যারা যুক্ত শুনতে হবে তাদের মুখে নীতিজ্ঞান?

পুজোয় এই সংখ্যা আরও ৯২০টি বাড়িয়ে মোট ৩২৯০টি ভ্যান রাখা হয়েছে। এছাড়া দফতরের ১৫৩৬টি অফিস খোলা থাকছে। পুজোয় ২৪×৭ হেল্পলাইন চালু করেছে রাজ্য বিদ্যুৎ দফতর ও সিইএসসি। এর পাশাপাশি মন্ত্রী জানান, এরই মধ্যে গোটা রাজ্যে ৪১,২,৩৭টি পুজোয় বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শেষ হয়েছে। গতবার এই সংখ্যাটা ছিল ৪০,১,৪২। এদিনের সাংবাদিক বৈঠকে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব সুরেশ কুমার ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের সিএমডি পি ভি সেলিম সহ সংস্থার শীর্ষস্থানীয় আধিকারিকরা।

টোল ফ্রি নম্বর : সিইএসসি – ১৯১২
মোবাইল : ৯৮৩১০-৭৯৬৬৬
৯৮৩১০-৮৩৭০০

টোল ফ্রি নম্বর : ডব্লুবিএসইডিসিএল-১৯১২১
মোবাইল : ৮৯০০৭-৯৩৫০৩
৮৯০০৭-৯৩৫০৪

Latest article