এবার স্বাবলম্বী হতে নয়া উদ্যোগ, ১ এপ্রিল থেকে আবেদন শুরু,রাজ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড

রাজ্য সরকারের নতুন প্রকল্প— ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে।

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারের নতুন প্রকল্প— ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ওই দিন থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। ওইসব শিবির থেকেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানানো যাবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-সমর্থকদের ট্রফি উৎসর্গ দিমিত্রিদের, গোয়েঙ্কার উপহার, সরে গেল এটিকে

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আগেই তরুণ প্রজন্মের সামনে উচ্চশিক্ষার নতুন দরজা খুলে দিয়েছে রাজ্য সরকার। এবার তাদের নিজের পায়ে দাঁড়িয়ে উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করতে শুরু হচ্ছে ভবিষ্যৎ প্রকল্প। রাজ্যের ১৮ থেকে ৪৫ বছর বয়সি যুবক-যুবতীদের ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে ২০২৩-’২৪ আর্থিক বছরের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালুর কথা ঘোষণা করেন। ১৮-৪৫ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা এই কার্ডের মাধ্যমে ব্যবসা করার জন্য ঋণের আবেদন জানাতে পারবেন। পাশাপাশি ৩১ থেকে ৪৫ বছর বয়সি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগপতি, ছোট ব্যবসায়ী, ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসিং ও পণ্য সররবরাহ ব্যবসায়ীরাও নিজেদের ব্যবসা বাড়াতে এই কার্ডের মাধ্যমে ঋণের জন্য আবেদন জানাতে পারবেন। সেই আবেদন গৃহীত হলে আবেদনকারীরা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। ১৫ শতাংশ পর্যন্ত গ্যারান্টির সঙ্গে সঙ্গে সেই ঋণের ওপর রাজ্য সরকার প্রত্যেক ঋণগ্রহীতাকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভরতুকি প্রদান করবে। রাজ্য বাজেটে এই প্রকল্পে মোট ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন-আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন নেওয়া হবে ১০ এপ্রিল পর্যন্ত। তারপর আবেদন খতিয়ে দেখে ৩ মাসের মধ্যে আবেদনকারীকে ঋণ প্রদান করা হবে। এই ঋণ পেলে রাজ্যের কয়েক লক্ষ বেকার যুবক-যুবতী এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগপতি তথা ব্যবসায়ীরা লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। রাজ্যের অর্থনীতিতেও তার প্রভাব পড়বে। কারণ এঁরা ঋণ নিয়ে নিজেদের কাজকর্ম বাড়াবেন। সেই জায়গাতেই বাড়তি কর্মসংস্থানের সৃষ্টি হবে।

Latest article