লিসবন: পঞ্চম বিশ্বকাপ খেলতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (CR7-Cristiano Ronaldo)। পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী পর্তুগিজ সুপারস্টার কাতারে পা রাখবেন এই লক্ষ্যে যে, এখনও তিনি সর্বোচ্চ মঞ্চে পার্থক্য গড়ে দিতে পারেন। এটা নিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই যে, বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন রোনাল্ডো। কিন্তু ক্লাব ও দেশের জার্সি গায়ে তাঁর সাম্প্রতিক খারাপ ফর্ম প্রশ্ন তুলেছে, অসাধারণ একটা কেরিয়ার কি দ্রুত শেষ হওয়ার পথে?
১৯১ ম্যাচে ১১৭টি গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সিআর সেভেন। কিন্তু গত মরশুমে পর্তুগালের হয়ে ১০ ম্যাচে মাত্র একটি ক্ষেত্রেই গোল পেয়েছেন। নেশনস লিগে সুইজারল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন। তবু জীবনের শেষ বিশ্বকাপে জ্বলে ওঠার তাগিদ নিয়েই কাতারে পা রাখতে চাইছেন ক্রিশ্চিয়ানো। বিশ্বকাপের মঞ্চে বারবার যন্ত্রণা নিয়েই ফিরতে হয়েছে পর্তুগিজ তারকাকে। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হয়েছিল রোনাল্ডোর (CR7-Cristiano Ronaldo)। সেবার পর্তুগাল সেমিফাইনালে উঠেছিল। ২০১০ এবং ২০১৮ সালে দু’বারই শেষ ষোলো থেকে বিদায় নিতে হয় রোনাল্ডোদের। ২০১৪ সালে পর্তুগাল ছিটকে যায় গ্রুপ পর্ব থেকে। এবার নিশ্চয়ই ভাল কিছুর আশা করছেন রোনাল্ডো। গত সেপ্টেম্বরে পর্তুগালে একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘‘ক্রিশ্চিয়ানোর মধ্যে এখনও কিছু রয়েছে। একটা তরুণ দলের অংশ আমি। বিশ্বকাপে থাকতে চাই এবং আগামী ইউরো কাপেও খেলতে চাই।’’
আরও পড়ুন-ভারতকে হারাবেন, তাই বিরাটের ক্ষমা প্রার্থনা আরভিনের