প্রতিবেদন : তৃণমূলের নেত্রী, কিন্তু মুখ্যমন্ত্রী সকলের। মোদির বঞ্চনা সত্ত্বেও বিজেপির গৃহহীন ২০ পরিবারকে বাংলার বাড়ি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্থাপন করলেন এক নিরপেক্ষ সরকারের দৃষ্টান্ত। আবার একবার প্রমাণ করলেন তিনি সকলের মুখ্যমন্ত্রী। বোঝালেন উন্নয়নের স্বার্থে তিনি দলমত দেখেন না। এটাই বাংলার সংস্কৃতি।
আরও পড়ুন-দুর্বার গতিতে এগোচ্ছে অভিষেকের সেবাশ্রয়, বাড়ছে নথিভুক্তির সংখ্যা
বর্ধমানের আউশগ্রাম এক নম্বর ব্লকের আলিগ্রামে বাংলার বাড়ি পেল বিজেপির ২০ পরিবার। তাঁদের শুভেচ্ছাবার্তা পাঠালেন মানবিক মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিজেপি সরকার যখন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বাংলাকে বঞ্চনা করছে, মিথ্যাচার করছে বাংলার সঙ্গে, তখন মুখ্যমন্ত্রী বিজেপি পরিবারকে বাংলার বাড়ি দিয়ে নিরপেক্ষতার নজির গড়লেন। আলিগ্রামে বিজেপি কর্মী-সমর্থকদের মাথার উপর পাকা ছাদ ছিল না। বিজেপির ২০ পরিবারের বাংলার বাড়ির জন্য তদ্বির করেন তৃণমূল নেতা ধীমান রায়। ইতিমধ্যেই পরিবারগুলির জন্য বাংলার বাড়ির প্রথম কিস্তি বরাদ্দ হয়েছে। অ্যাকাউন্টে টাকা চলেও এসেছে। হাতে পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাবার্তাও। শুভেচ্ছাবার্তা পৌঁছে দিয়েছেন আউশগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়। তারপরই খুশির হাওয়া বিজেপি-সমর্থিত পরিবারগুলিতে।
আরও পড়ুন-শনিবার দিল্লিতে ৩৮টি বিমান বাতিল, দেরিতে চলছে ১৭০টি
আবাস যোজনার অনুদান নিয়ে বাংলা তৃণমূল সরকারের বিরুদ্ধে মিথ্যা নালিশ কুৎসা ও অপপ্রচার চালিয়েছিল বিজেপি। অনিয়ম, দুর্নীতি ও স্বজনপোষণের মিথ্যা অভিযোগও তুলছিল। তৃণমূল সরকার দেখিয়ে দিল উন্নয়নের ক্ষেত্রে তারা কোনও দল দেখে না। আলিগ্রামের ৫৪ জন উপভোক্তার মধ্যে ২০টি বিজেপি পরিবার রয়েছে বাংলার বাড়ি প্রাপকের তালিকায়। বাংলার বাড়ি পেয়ে বিজেপি কর্মীরা বলেন, বাড়ির জন্য পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে আবেদন করেছিলাম। বাংলার বাড়ি প্রাপকের তালিকায় আমাদের নামও এসেছে। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা আমরা পেয়েছি। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তাও পেয়েছি আমরা কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাকে বঞ্চনা করেই চলেছেন আবাস যোজনা-সহ একাধিক ক্ষেত্রে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নিরপেক্ষতা বজায় রেখে বিজেপি কর্মীদেরও বাংলার বাড়ি দিলেন। এবার কী বলবেন বঙ্গ-বিজেপি নেতারা?