বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রীর সৌজন্যে হাসছে চা-বাগান (tea garden)। শ্রমিকরা দেখেছেন উন্নয়নের আলো। বাগানের মহিলা শ্রমিকেরা পেয়েছেন নতুন দিশা। ১৫ অগাস্ট কলকাতার রেড রোডের অনুষ্ঠানে এবার যোগ দেবেন চা-বাগানের মহিলা শ্রমিকেরা। অংশ নেবেন কুচকাওয়াজে। এই ঐতিহাসিক অনুষ্ঠানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার বিভিন্ন বাগানের মোট একশো জন মহিলা চা-শ্রমিককে ঐতিহ্যবাহী পোশাকে গর্বিতভাবে মার্চ করতে দেখা যাবে। তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের নেতারা উত্তর জুড়ে প্রায় পঞ্চাশটি চা-বাগান থেকে একশো জন কর্মী বাছাই করছেন ওই সম্মানজনক অনুষ্ঠানে যোগ দেওয়ানোর জন্য। অনুষ্ঠানের প্রস্তুতির জন্য, নির্বাচিত দলটি আগামী ৮ অগাস্ট কলকাতার উদ্দেশে রওনা হবে।
আরও পড়ুন-দিনের কবিতা
এরপর সেখানে পৌঁছে শুরু হবে তাঁদের জীবনের স্মরণীয় অনুষ্ঠানের মহড়া। এই প্রসঙ্গে চা-বাগানের মানুষ তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবাড়াইক বলেন, আমি নিজে একজন চা-বাগানের কর্মী। তবে এই প্রথম চা-বাগানের মহিলা শ্রমিকেরা এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন। এটা সত্যিই গর্বের। অপরদিকে তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বরা ওরাওঁ বলেছেন, আমরা খুব গর্বিত। আমরা চা-বাগান কর্তৃপক্ষের কাছে আবেদন করব যাঁরা কুচকাওয়াজে অংশ নেবেন তাঁদের যেন বেতন কাটা না হয়। চা-শ্রমিক নেতা এবং জয়গাঁও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, চা-বাগানের সঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সংযোগ কত গভীর এটা তারই প্রমাণ। মুখ্যমন্ত্রীকে আমরা বারবার শ্রমিকদের সাথে চা-পাতা তোলা এবং তাঁদের সাথে উপজাতিনৃত্যে অংশ নিতে দেখেছি। এবারই প্রথম চা-বাগানের মহিলারাও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন। এই ঐতিহাসিক কুচকাওয়াজে অংশগ্রহণ একটি গর্বের মুহূর্ত এবং চা-শিল্পের সাংস্কৃতিক ও অর্থনৈতিক তাৎপর্যের প্রতিফলন করতে সফল হবেন চা-শ্রমিকরা এটাই আশা চা-শিল্প মহলের।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…